Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ০০:০৯, ১০ অক্টোবর ২০২৪

‘দুগ্গা এলো’ শিরোনামে পূজার নতুন গান প্রকাশিত

ঢাকের তালে তালে নাচছে শিল্পীরা। ছবি: আই নিউজ

ঢাকের তালে তালে নাচছে শিল্পীরা। ছবি: আই নিউজ

দুর্গা পূজা উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী ও লহনা দাসের নতুন পূজার গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘দুগ্গা এলো’। সৌরভ দে’র লেখা ও প্রীতম দেবের সুর করা গানটি গত ০৫ অক্টোবর রিলিজ হয়। 

শর্মিষ্ঠা দেব বলেন, ‘প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজোর গানগুলো বাজে তখন খুব ভালো লাগে। তার জন্যই আসলে গান বের করা।’

মূলত ‘দুগ্গা এলো’ একটি পূজার গান, যেটি গেয়েছেন কলকাতার খ্যাতিমান দুই শিল্পী। ফিল্ম ডিরেক্টর শর্মিষ্ঠা দেবের নির্দেশনায় এবং আদ্যা মা প্রোডাকশনের পরিবেশনায় ও হীরক পাল গানটির প্রযোজনা করেন। গানটির শ্যুট হয় শিলচর আসামে এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন নিধিশ নাথ।

গানটির কোরিওগ্রাফিতে ছিলেন সম্পা সাহা রায়। এতে দলীয়ভাবে নাচ করেন ঐশ্বর্য, জয়দীপ, অর্জুন, দেবজানি, মুনমুন, সুদীপ, রত্নাজয়, প্রিয়াঙ্কা, শোভা অরিতা, অরিন্দম, শিবাঙ্গী, বেবি, কেয়া, সৃজিতা, স্নেহা, রাজনন্দিনী, অভিলাষা, কৃতীশা, সিন্থিয়া, অলোকা, প্রাচি, ঋত্বিকা প্রমুখ।

শর্মিষ্ঠা দেব জানান, ‘মূলত পূজোকে সামনে রেখেই গানটি করা। আদ্যা মা প্রোডাকশনের পক্ষ থেকে গতবছরও আমরা একটা অ্যালবাম বের করেছিলাম। সত্যি বলতে কি পূজোর জন্য তো সবাই অপেক্ষা করে থাকি, এবং পূজোটা আমার মনে হয় হৈ-হুল্লোড়, আমাদের বাঙালির জন্য বিভিন্ন রকমের নাচ-গান ম্যাগাজিন সবকিছু হয়।’

তিনি আরও বলেন, ‘পূজোকে সামনে রেখে আমাদের একটা উদ্দীপনাও থাকে যে, পূজোর একটা মিউজিক ভিডিও বের করব, গানের অডিও বের করব। আর এই পূজার গান গুলো আমাদের প্রাণ দিয়ে যায়। প্যান্ডেলে প্যান্ডেলে যখন গানগুলো বাজে তখন খুব ভালো লাগে। তার জন্যই আসলে পূজোর গান বের করা। আমরা ছোটবেলা থাকতে অনেক হিন্দি গানও শুনতাম। এখন কিন্তু সেই গানের রমরমাটা কমে গেছে।’

আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়