তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক মঞ্চে ‘খাদান’-এর সাফল্যের রেশ
বাংলা সিনেমার ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় যোগ করল দেব অভিনীত অ্যাকশন থ্রিলার ‘খাদান’। জাতীয় স্তরে ব্যাপক সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছে এই সিনেমা। শুরুটা হল দুবাই দিয়ে।
শনিবার (২৫ জানুয়ারি) দুবাইতে আয়োজিত গ্র্যান্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সুপারস্টার দেব, যিশু সেনগুপ্তসহ ছবির একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। ভক্তদের ভালোবাসা ও উচ্ছ্বাসে ভরপুর ছিল প্রিমিয়ারের পুরো পরিবেশ। দুবাইয়ের পর একে একে বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পাবে ‘খাদান’।
আন্তর্জাতিক স্তরে এই ছবির সাফল্যে উচ্ছ্বাসিত দেব বলেছেন, “বাংলা সিনেমার গৌরবকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়া আমাদের বড় দায়িত্ব। দর্শকের এমন ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত।” জাতীয় স্তরে ‘খাদান’-এর দাপট ছিল নজরকাড়া। ৩ জানুয়ারি থেকে মুম্বাই, পুণে-সহ দেশের আরও নয়টি রাজ্যে মুক্তি পেয়েছে ছবিটি। ভিন্ন রাজ্যের দর্শকদের মন জয় করে ইতিমধ্যেই কোটির ঘরে ঢুকে পড়েছে ‘খাদান’।
শুধু তাই নয়, জনপ্রিয় ব্র্যান্ড আমূলের বিজ্ঞাপনী ক্যানভাসে জায়গা করে নিয়েছে ছবির জনপ্রিয় গান ‘কিশোরী’, যা দেব ও ইধিকা পালের রোম্যান্সকে আরও উজ্জ্বল করেছে। দর্শকদের আগ্রহ ও ভালোবাসার জোয়ার যেন এক মুহূর্তের জন্যও থামছে না। সিনেমা হল ভর্তি দর্শক, দেব ও যিশুকে সরাসরি দেখার উত্তেজনা—সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
বাংলা ছবির ঐতিহ্য পুনরুজ্জীবিত করে ‘খাদান’ যেন বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন পথ তৈরি করেছে। দেব এবং তাঁর টিমের এই জয়যাত্রা নিঃসন্দেহে বাংলার সিনেমা জগতকে আন্তর্জাতিক পর্যায়ে আরো শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে