রুপম আচার্য্য
আপডেট: ১১:০৭, ২৪ মার্চ ২০২৫
দাদাসাহেব ফালকে আইকনিক ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন শর্মিষ্ঠা দেব

অ্যাওয়ার্ড হাতে চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। ছবি: আই নিউজ
ভারতে দাদাসাহেব ফালকে আইকনিক ফিল্ম অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব।
রোববার ২৩ মার্চ দুপুরে দিল্লির অন্ধ্র এসোসিয়েশন অডিটোরিয়ামে দাদাসাহেব ফালকে আইকনিক অ্যাওয়ার্ড চলচ্চিত্র সংস্থা আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর নির্মিত ছবি উদ্বাস্তু’র জন্য এই সম্মানে ভূষিত করা হয়। ছবিটি দেশ ভাগের কাহিনী নিয়ে নির্মিত।
চলচ্চিত্র নির্মাতা ও চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব জানান, ‘দাদাসাহেব ফালকে আইকনিক ফিল্ম অ্যাওয়ার্ডের আয়োজন করেছেন যাঁরা তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি উদ্বাস্তু পুরো টিমকে, যাঁরা এই ছবিতে আমার সাথে কাজ করেছেন। এছাড়াও এই অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি সেই সব মানুষদের, যাঁরা নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়েছেন।’
আই নিউজ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ