বিকাশ বিশ্বাস, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে নেচে-গেয়ে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব উদযাপন

ফাগুয়া উৎসবে ঝুমুর নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকল চা শ্রমিকদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী রঙের উৎসব ফাগুয়া উদযাপন করা হয়েছে। নানা বঞ্চনা ও দুঃখ কষ্টে দিন কাটানো অবহেলিত চা শ্রমিকেরা এই দিনটিতেই রঙের উৎসবে মেতে ওঠেন। নেচে-গেয়ে নিজেদের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরেন ফাগুয়া উৎসবে।
শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রঙের উৎসব ‘ফাগুয়া উৎসব’ উদযাপন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজিত ফাগুয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
অবহেলিত শ্রমিকদের জীবনে হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব। উৎসবে বিভিন্ন সংস্কৃতির অন্তত ১৮টি দলের পরিবেশনা ছিল। গুরুবন্দনা, হোলি গীত, কমেডি, পত্রসওরা, ঝুমুর দ্বৈত, ডাল ও কাঠি নৃত্য, চড়াইয়া নৃত্য, হাড়ি নৃত্য, ঝুমুর নৃত্য, বিরহা-হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে হোলিগীত পরিবেশন করেন শিল্পীরা।
বড়লেখা সমনবাগ চা বাগান থেকে আগত শিল্পীরা জানান, ‘আমরা প্রতি বছর এখানে আসি, এর আগেও এখানে আসা হয়েছে। ফুলছড়া ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে থাকেন।’
লাকি রাজ ভল্লম বলেন, ‘আমরা আজ উড়িষ্যা নৃত্য পরিবেশন করব। অনেক জায়গায় ফাগুয়া উৎসব পালন হয়ে থাকে, তবে এখানে একটু ভিন্নরকম হয়। যা খুব ভালো লাগে। আর আমরা আজ যে পোশাক পড়েছি, সেগুলো হলো আমাদের ঐতিহ্যবাহী পোশাক।’
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক প্রীতম দাশ বলেন, ‘আজ চা শ্রমিকদের ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চা জনগোষ্ঠীর শিল্পীরা এসেছেন, তাঁদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেছেন। এছাড়া অন্যান্য সম্প্রদায়ের লোকজন এই অনুষ্ঠান দেখতে এসেছেন। আমরা আশাকরি ভবিষ্যতে চা শ্রমিক জনগোষ্ঠীর আরো যে উৎসবগুলো রয়েছে, সেগুলো খুব ভালোভাবে পালিত হবে। এই জনগোষ্ঠীর রাস্ট্রের সাথে যে তাদের নিবিড় সম্পর্ক এবং সরকার যে, তাঁদেরকে গুরুত্ব দিচ্ছে সেই গুরুত্বের জায়গাটুকু দেখতে চায়। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে সম্পর্ক আরো নিবিড় হবে।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, বালিশিরা চা-বাগানের মহাব্যবস্থাপক (জিএম) মো. সালাউদ্দিন, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল বাড়াইক, ফাগুয়া উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব অনিল তন্তুবায় প্রমুখ।
আই নিউজ/আরএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ