প্রকাশিত: ১০:৪৪, ১ জুলাই ২০১৯
আপডেট: ১১:০৮, ১ জুলাই ২০১৯
আপডেট: ১১:০৮, ১ জুলাই ২০১৯
এবার চট্টগ্রামে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে পেটানোর ভিডিও ভাইরাল
আইনিউজ ডেস্ক: চট্টগ্রামে এক যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে মৃত ভেবে ফেলে যাওয়ার ভিডিও ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বরগুনার রিফাত শরীফ হত্যার ভাইরাল হওয়া ভিডিওটির রেশ কাটতে না কাটতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল যুবলীগ কর্মীকে নির্মম ভাবে মারধরের ভিডিও।
রোববার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনি এন ব্লকে এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনে সে চিত্র ধরা পড়েছে ঘটনাস্থলের পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায়।
ভিডিও লিংক https://www.facebook.com/muktadir.romeo/videos/10157211904029014/
ঘটনার শিকার যুবকের নাম মো. মহসিন (২৬)। তিনি বিশ্বকলোনি এম ব্লকের বাসিন্দা ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী বলে জানা গেছে।
মারধরের শিকার মহসিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, আটকরা সবাই উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের অনুসারী। তারা হলেন-মো. বেলাল (২০), মো. তারেক (১৮), মো. মাসুদ (১৮), মো. মিরাজ (১৭) ও মো. সাজু (২৪)।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ‘মহসিন নামে এক যুবককে মারধরের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।’
প্রসঙ্গত, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বিশ্বকলোনি এন ব্লকে একটি গলির ভেতর দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিত মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রক্ষা পায়নি। চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। নির্যাতনের এক পর্যায়ে মহসিন নিস্তেজ হয়ে পড়লে মারা গেছে ভেবে তাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা।
এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়