আপডেট: ০৭:৫৭, ২৬ আগস্ট ২০১৯
চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা বাবর
বাংলা চলচিত্রের খলনায়কের চরিত্রের জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান বাবর (৬৭) মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্যটি নিশ্চিত করেন।
জায়েদ খান বলেন, ‘বাদ জোহর এফডিসিতে তার মরদেহ আনা হবে। এফিডিসিতে জানাজা শেষে বুদ্ধিজীবী কবর স্থানে তাকে সমাহিত করা হবে।’
অভিনেতা বাবর দীর্ঘদিন ধরেন গ্যাংরিন (পচন রোগ) সমস্যায় ভুগছিলেন। তার বাঁ পায়ের পায়ের তিনটি আঙুল গ্যাংরিন রোগে আক্রান্ত ছিল। গত ৯ জুন অপারেশন করে তার বাম পা অপসারণ করা হয়। তার পরেও তার হাঁটুর নিচ পর্যন্ত আক্রান্ত হতে থাকে।
এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বাবর।
খল নায়কের চরিত্র ছাড়াও আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। অভিনয় জগতে তার যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ে পা দেয়ার পর থেকে তাকে আর থেমে থাকতে হয়নি। খল নায়কের চরিত্র ছাড়াও বিভিন্ন চরিত্রে তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের