Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

প্রকাশিত: ১১:৩৫, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ১১:৩৫, ২৮ আগস্ট ২০১৯

আমাজনের আগুন থেকে বাঁচতে পা জড়িয়ে ধরে শিম্পাঞ্জির আর্তনাদ

আইনিউজ ডেস্ক: পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় বন আমাজন। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত সেই আমাজনে আগুন লাগায় উদ্বিগ্ন সারা পৃথিবী। এই বনাঞ্চলে চলতি বছরের রেকর্ড অগ্নিকাণ্ড রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি ব্রাজিল৷  আমাজনের রেনফরেস্ট থেকে শুরু হয়ে এ আগুন উত্তরের জনাকীর্ণ এলাকা তথা রোন্ডোনিয়া ও একরের রাজ্যগুলির উপর প্রভাব বিস্তার করেছে।

সেখানে বসবাস করেন ১০ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষ। আমাজন  প্রতি বছর কয়েক মিলিয়ান টন কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে বিশ্বের উষ্ণায়ন নিয়ন্ত্রণ করে। এছাড়া এই অঞ্চল থেকে পৃথিবীর প্রায় ২০ শতাংশ অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে।

আমাজন অরণ্যাঞ্চলে তিরিশ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে। আছে অনেক বিরল উদ্ভিদ ও প্রাণী। পশুপ্রেমী ও পরিবেশবিদদের আশঙ্কা অনেক বিরল উদ্ভিদ ও প্রাণী এই অগ্নিকান্ডে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। সম্প্রতি একটি ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটাতে দেখা যাচ্ছে ফায়ার বিগ্রেডের এক কর্মীর পা জড়িয়ে ধরে এক শিম্পাঞ্জি বাঁচার আর্তনাদ করছে। অনেকেই এই ফটো দেখার পর বলছেন, ‘আমরা মানুষেরা কি সত্যিই এই পৃথিবীতে থাকার যোগ্য।’ অনেকেই আবার বলছেন, ‘মানুষ্য প্রজাতি এই পৃথিবী থেকে বিদায় নিলে অনন্য প্রজাতির প্রাণীরা সুখে-শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারবে!’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়