জুবেদ আহমেদ
প্রকাশিত: ০৩:০৭, ৫ মে ২০২০
আপডেট: ০৩:১০, ৫ মে ২০২০
আপডেট: ০৩:১০, ৫ মে ২০২০
মোনালিসার জন্য কাঠগড়ায় পাবলো পিকাসো
ভিঞ্চি শহরের লিওনার্দো অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি একজন জগদ্বিখ্যাত চিত্রশিল্পী।ইতালির তৎকালীন ফ্লোরেন্স নগর ভিঞ্চি নামেই পরিচিত ছিলো।লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো।শুধু চিত্রকলাই নয়, স্থাপত্যবিদ্যা, ভাস্কর্য, বিজ্ঞান, সঙ্গীত, গণিত, প্রকৌশল, সাহিত্য, শারীরবিদ্যা, ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রে ছিলো অসামান্য অবদান।পাখির ওড়ার ক্রিয়াকৌশল পর্যবেক্ষণ করে তিনিই সর্বপ্রথম উড়োজাহাজের ডিজাইন তৈরি করেন । এমনকি সর্বপ্রথম বাইসাইকেলের ডিজাইনটাও করেছিলেন ভিঞ্চি।
তাঁর বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’কে নিয়ে হচ্ছে বিস্তর গবেষণা।কখনও কখনও কারও গবেষণায় উঠে এসেছে ‘মোনালিসা’ আঁকতে গিয়ে ভিঞ্চি মূর্ছা গিয়েছিলেন আবার কখনও কখনও গবেষণা করতে গিয়ে গবেষক নিজেই চিৎপটাং।আর এখন যদি এমনটা শুনেন,ভিঞ্চির আঁকা 'মোনালিসা’ চিত্রকর্মটি চুরির দ্বায়ে আপনার প্রিয় আরেকজন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন,তাহলে?
হ্যাঁ,এমনটাই ঘটেছিল।
১৯১১ সালের ২১ আগস্ট ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা'।চিত্রকর্মটি চুরি হওয়ার খবর দাবালানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে।হন্যে হয়ে খুঁজতে থাকে ফ্রান্সের পুলিশ।এর মধ্যেই বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো এবং বিখ্যাত কবি গিয়ম অ্যাপোলিনেয়ারের উপর সন্দেহের চোখ যায়। আদালতে হাজির হয়ে নিজেদের সাফাই গাইতে বাধ্য হন তাঁরা।একসময় প্রমাণ হয়,এই দুইজনের কেউই চুরির সাথে সম্পৃক্ত নন।
তারপর পুলিশের তদন্তের পর তদন্ত চললেও হদিস মেলেনি 'মোনালিসা' চিত্রকর্মের। হতাশ হয়ে সবাই যখন ধরেই নিয়েছিলেন,'মোনালিসা'কে আর উদ্ধার করা সম্ভব না।এর ঠিক দুইবছর পর ১৯১৩ সালের নভেম্বরে খোঁজ মেলে 'মোনালিসা'র।প্রকৃত চোর ছিলেন ল্যুভর মিউজিয়ামের একজন কর্মচারী ভিনসেনজু পেরুগিয়া।তিনি ছিলেন মূলত ইতালির একজন নাগরিক।ঐদিন মিউজিয়ামের ঝাড়ু রাখার আলমারির ভিতরে লুকিয়ে ছিলেন পেরুগিয়া।সুযোগ বুঝেই তিনি 'মোনালিসা' চিত্রকর্মটিকে নিজের কোটে মুড়িয়ে বের হয়ে যান।তাঁর ভাষ্যমতে,যেহেতু ভিঞ্চি ইতালির নাগরিক তাই 'মোনালিসা' ইতালির সম্পত্তি।
চুরির দ্বায়ে ফ্রান্সের আদালত পেরুগিয়াকে এক বছরের কারাদণ্ড দিলেও ইতালির নাগরিকদের কাছ থেকে তিনি ঠিকই 'জাতীয় বীর' খেতাব লাভ করেন।
আরও পড়ুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ
সর্বশেষ
জনপ্রিয়