Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ৮ জুন ২০২০

এটিএম কার্ডের পিন মাত্র ৪ ডিজিটের কেন?

ফাইল ফটো

ফাইল ফটো

মানুষ পকেটে টাকা রাখার চেয়ে এখন ব্যাংকে টাকা রাখতেই পছন্দ করে। যখন দরকার অটোমেটিক টেলার মেশিনে (এটিএম) কার্ড প্রবেশ করার পর চার সংখ্যার পিন দিলেই চলে আসে নগদ টাকা। কিন্তু এটিএম কার্ডের পিন কেন চার অংকের হয়?

মজার ব্যাপার হলো এর পেছনে রয়েছে একজন নারীর অবদান। যে এই সংখ্যাটা ছয় অংক হওয়ার সিদ্ধান্তকে বদলে দিয়েছিল। কি ভাবছেন, কে এই মেশিনের আবিষ্কারক? নাহ। কোন নারী নয়,স্কটিশ আবিষ্কারক জন অ্যাড্রিয়ান শেফার্ড ব্যারন আজকের এটিএম মেশিন তৈরির ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক ছিলেন।

তাহলে মহিলার ভূমিকা কি? মহিলা ছিলেন তার সহধর্মিণী। শেফার্ড ছয় অংকের পাসওয়ার্ড দিতে চেয়েছিলেন। দিয়েও ফেলতেন। কিন্তু তার স্ত্রী ক্যারোলিনের আপত্তিতেই শেষ পর্যন্ত পিন নম্বর চার সংখ্যা করার সিদ্ধান্ত নেন জন শেফার্ড ব্যারোন। কারণ, ক্যারোলিনের স্মৃতিশক্তি খুব একটা ভাল ছিল না। ৬ সংখ্যার পিন নম্বর মনে রাখা তার জন্য কষ্টকর ছিলো। স্ত্রীর আপত্তিতেই শেষ পর্যন্ত চার সংখ্যার পিন নম্বরের সিদ্ধান্ত নেন তিনি।

চার সংখ্যার পিন মনে রাখতেই মানুষকে হিমশিম খেতে হয় সেখানে আবার ছয় সংখ্যা হলে তো মানুষ পিন নাম্বার মনে রাখার জন্য দুশ্চিন্তায় ভুগত। যদিও উন্নত বিশ্বের অনেক ব্যাংক কিছু কিছু গ্রাহকদের জন্য এখন ছয় সংখ্যার পাসওয়ার্ড চালু করেছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়