Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২২ জুন ২০২০

পৃথিবীর যে ১৩টি দেশে ইনকাম ট্যাক্স দিতে হয় না

ফাইল ফটো

ফাইল ফটো

প্রতিটি দেশকেই সচল রাখতে নাগরিকদের ভূমিকা অপরিসীম। নাগরিকদের থেকে নেয়া আয়করের মাধ্যমেই দেশের উন্নতির কাজ করা হয়। বর্তমানে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া এবং ইংল্যান্ড এই দেশগুলো বিশ্ব অর্থনীতির মেরুদন্ড।

তবে এই সবগুলো দেশের সাধারণ নাগরিককে ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দিতে হয়। তবে জানলে অবাক হবেন, পৃথিবীর এমন ১৩টি দেশ আছে যেখানে নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। আসুন জেনে নেয়া যাক ১৫০টি দেশে কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে যে ১৩টি দেশে আয়কর দিতে হয় না-

> ব্রুনাই দারুসসালাম

> কেম্যান দ্বীপপুঞ্জ

> কুয়েত

> ওমান

> এ্যাঙ্গুইলা

> অ্যান্টিগুয়া ও বার্বুডা

> বাহামা

> বাহরাইন

> বারমুডা

> কাতার

> সেন্ট কিটস ও নেভিস

> সৌদি আরব

> সংযুক্ত আরব আমিরশাহী

যেসব দেশে ইনকাম ট্যাক্স দিতে হয় না তাতো জানলেন। এবার তবে জেনে নেয়া যাক যেসব দেশে সর্বোচ্চ পরিমাণে ট্যাক্স দিতে হয়। ১৫০টি দেশের কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে নিম্নলিখিত দেশগুলোতে ইনকাম ট্যাক্স রেট সব থেকে বেশি- 

> আরুবা – ৫২ শতাংশ

> নেদারল্যান্ডস – ৫১.৬০ শতাংশ

> বেলজিয়াম – ৫০ শতাংশ

> সুইডেন – ৫৭.২ শতাংশ

> জাপান – ৬৫ শতাংশ

> ডেনমার্ক – ৫৫.৯ শতাংশ

> অস্ট্রিয়া – ৫৫ শতাংশ

> ফিনল্যান্ড – ৫৩.৬০ শতাংশ

> ইসরায়েল – ৫০ শতাংশ

> স্লোভেনিয়া – ৫০ শতাংশ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়