ফিচার ডেস্ক
এক যুগ পর পর ফোটে যে ফুল
ছবি: সংগৃহীত
ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। ভালোবাসার প্রকাশও ঘটায় ফুল। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন এই ফুল। নানাভাবেই আমাদের জীবনে ফুলের ভূমিকা অপরিসীম।
প্রতি বছরই নতুন করে গাছে গাছে ফুল ফোটে। আবার কিছু কিছু গাছে প্রতিদিনই ফুল ফোটে। তবে জানলে অবাক হবেন, এমন একটি গাছ আছে যে গাছে ফুল ফোটে ১২ বছর পর পর। ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় এমনই একটি ফুলের সন্ধান পাওয়া গেছে। ফুলটির নাম নীলকুরিঞ্জি। নীল রঙের এক অদ্ভুত ফুল নীলকুরিঞ্জি।
এই এলাকার আদিবাসীদের কাছে নীলকুরিঞ্জি শুভবার্তার প্রতীক। এর বৈজ্ঞানিক নাম স্ট্রোবিল্যান্থেস কুনথিয়ানা। এই ফুলটি ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে বেশি পাওয়া যায়। স্থানীয়দের কাছে এটি কুরুঞ্জি নামেও পরিচিত।
নীলকুরিঞ্জি ফুল প্রায় ২৫০ প্রজাতির হয়ে থাকে। এর মধ্যে শুধু ভারতের বিভিন্ন জায়গায় ৪৬টির মতো প্রজাতি দেখতে পাওয়া যায়।
ফুলটির বৈশিষ্ট্য
> এই ফুলটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ১২ বছর পর পর ফুটা।
> ফুলটি দেখতে অনেকটা ঘণ্টার মতো।
> ফুলগুলো যখন ফোটে তখন নীল-বেগুণি রঙ্গের গালিচার মতো মনে হয়।
> ফুলগুলো সাধারণত থোকায় থোকায় ফোটে।
> কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রঙ বদলাতে থাকে।
ফুলের এরকম নান্দনিক পরিবর্তন দেখার জন্য দেশ-বিদেশর পর্যটকরা ভীড় করেন এখানে। নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে আপনিও যেতে পারেন এই জায়গায়।
তথ্য: বিবিসি
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ