Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

বিশ্ব

প্রকাশিত: ১১:৫০, ৬ জুলাই ২০২০

যে হোটেলের সবকিছু ২৪ ক্যারেট সোনায় মোড়া

ভিয়েতনামে  তৈরি হয়েছে সোনায় মোড়া হোটেল। যার ভেতর-বাইরে দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা। হোটেলটির নাম হচ্ছে ​ডলচে হ্যানয় গোল্ডেন লেক।

দেশটির রাজধানী হ্যানয়ে ২০০৯ সালে হোটেল তৈরির কাজ শুরু হয়। চলতি বছরের শেষদিকেই নির্মাণ পুরোপুরি শেষ হতে পারে।

ছয় তারকা মানের এই হোটেল তৈরিতে খরচ হয়েছে ২০ কোটি ডলার।

পুরো হোটেল সোনার পাতে মোড়া। টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকি বাথরুমের শাওয়ারের মাথাটিও এই মূল্যবান ধাতু দিয়েই তৈরি। কোনো গেস্ট কফি খেতে চাইলে, তাকে সোনার কাপেই এই পানীয় পরিবেশন করা হবে।

হোটেলটির ভেতরে-বাইরে পাঁচ হাজার বর্গমিটারের সিরামিক টাইলস বসানো রয়েছে। এই টাইলসও সোনা দিয়ে বানানো। ২৫ তলার এই হোটেলের ইমিউনিটি পুলটি রয়েছে একেবারে রুফটপে।

শোনা যাচ্ছে, এখানে রাত কাটানোর খরচ খুব একটা বেশি নয়। রুম ভাড়া শুরু হচ্ছে ২৫০ ডলার থেকে। হোটেলে অ্যাপার্টমেন্টও ভাড়া করার সুযোগ রয়েছে। তবে সেই ক্ষেত্রে খরচ হবে সাড়ে ৬ হাজার ডলার।

এখনো কাজ শেষ হয়নি, তারপরও ডলচে হ্যানয় গোল্ডেন লেক  পর্যটকদের জন্য আকর্ষণীয় স্পট হয়ে দাঁড়িয়েছে।

হ্যানয় বা দিন জেলার গিয়াং ভো লেকের এক্কেবারে ধারেই তৈরি হয়েছে এই হোটেল। ভিয়েতনামের প্রসিদ্ধ হোয়া বিন গ্রুপ এতে লগ্নি করেছে, ব্যবস্থাপনার দায়িত্বে আছে আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়