ফিচার ডেস্ক
জরিপ
অস্ট্রেলিয়ায় দাবানলে ৩০০ কোটি প্রাণীর মৃত্যু
ছবি- সংগৃহীত
অস্ট্রেলিয়ায় স্মরণকালের ভয়াবহতম দাবানলে প্রায় ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে বলে একটি জরিপে উল্লেখ করা হয়েছে। তাতে এই দুর্যোগকে ‘আধুনিক ইতিহাসের বন্য প্রাণীর জন্য ভয়াবহ বিপর্যয়’ হিসেবে দেখা হচ্ছে।
দাবানলের আগুনে পুড়ে ঠিক কত সংখ্যক প্রাণীর মৃত্যু হয়েছে তা জরিপটিতে উল্লেখ করা হয়নি। তবে দাবানলের আগুন থেকে বাঁচতে পারা প্রাণীগুলোর অবস্থাও খাবার, বাসস্থানের অভাব এবং শিকারির কারণে ভালো নেই বলে জানিয়েছেন জরিপ দলের একজন বিজ্ঞানী ক্রিস ডিকম্যান।
দ্য গার্ডিয়ানর প্রতিবেদন থেকে জানা গেছে, অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্যোগে করা এই জরিপে দেখা গেছে, ২০১৯-২০ সময়ের দাবানলে যেসব প্রাণীর মৃত্যু হয়েছে এর মধ্যে ১৪ কোটি ৩০ লাখ স্তন্য প্রাণী, ২৪৬টি সরীসৃপ, ১৮ কোটি পাখি ও ৫ কোটি ১০ লাখ ব্যাঙ জাতীয় প্রাণী রয়েছে।
২০১৯ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার উষ্ণ বনাঞ্চলগুলোতে দাবানল ছড়িয়ে পড়ে। ২০২০ সালের শুরুর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১ লাখ ১৫ হাজারের বেশি বর্গ কিলোমিটার বনাঞ্চল পুড়ে যায়। আর প্রাণ হারায়প্রাণ হারায় ৩০ জনের বেশি মানুষ। ঘর ছাড়া হয় কয়েক হাজার মানুষ।
এই দাবানল নিয়ে জানুয়ারিতে একটি জরিপে দাবি করা হয়েছিল, দাবানলে বেশি আক্রান্ত নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যেই ১০০ কোটির বেশি প্রাণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত জরিপে দাবানলের প্রভাবে পুরো অস্ট্রেলিয়ার চিত্র তুলে ধরা হয়েছে বলে জানালেন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী লিলে ফন এডেন। তিনি জানান, জরিপের চূড়ান্ত কাজ এখনো প্রক্রিয়াধীন। আগামী মাসে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
তবে এই জরিপের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দাবানলের প্রভাবে ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে। চূড়ান্ত রিপোর্টেও এই সংখ্যা পরিবর্তনের সম্ভাবনা নেই।
এই জরিপে অর্থায়ন করা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের অস্ট্রেলিয়া শাখার সিইও ডারমট ও’গোরম্যান বলেন, “অন্তর্বর্তীকালীন অনুসন্ধানগুলো খুবই মর্মস্পর্শী। এটা আধুনিক ইতিহাসের বন্যপ্রাণীর জন্য সবচেয়ে ভয়াবহ বিপর্যয়।”
আইনিউজ/এইচ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ