Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

প্রকাশিত: ০৮:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৮:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২০

প্রায় এক বছর মহাকাশে থাকা প্রথম নারী ক্রিস্টিনা

বিজ্ঞান ও প্রযুক্তি: প্রথম নারী মহাকাশচারী হিসেবে টানা ৩২৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ক্রিস্টিনা কোচ। স্টেশন থেকে কাজাখস্তানে ল্যান্ড করেন তিনি।

কোচ ও ইউরোপীয় মহাকাশ স্টেশন কমান্ডার লুকা পারমিতানো সোয়ুজ ক্যাপসুল মহাকাশযানে করে দুপুর ৩.১২ মিনিটে কাজাখস্তানের দক্ষিণ-পূর্ব দিকে নামেন। আর্টেমিস প্রোগ্রামের আওতায় চাঁদে যাওয়ার এবং মঙ্গল গ্রহে মানব অনুসন্ধানের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার জন্য নাসার এই গবেষণাটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দল।

ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পর চওড়া হাসি ও হাত উঁচিয়ে দলকে সম্মান জানান কোচ। তিনি জানান, তার গবেষক দলের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।

নারীদের মধ্যে আগের রেকর্ডটি ছিল পেগি হুইটসনের। তিনি মহাকাশে থাকেন ২৮৯ দিন। পুরুষদের ভেতর সবচেয়ে বেশিদিন মহাকাশে থেকেছেন স্কট কেলি, ৩৪০ দিন।

আইনিউজ/এসডি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়