Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

ফিচার ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ৩ অক্টোবর ২০২০

শার্টের পেছনে লুপ রাখার কারণ কি?

সংগৃহীত

সংগৃহীত

একটু খেয়াল করলেই দেখবেন, ছেলেদের শার্টের পেছনে ঠিক ঘাড়ের নিচে চিকন ফিতার মতো একটা জিনিস লাগানো থাকে। অনেকেই এই জিনিসটার নাম জানেন না। এটাকে বলা হয় ‘লুপ’। এবার প্রশ্ন আসে, শার্টের পেছনে লুপ কেন থাকে? এটা কি ফ্যাশন? নাকি এর কোনো কার্যকারিতা আছে?

একটা বিশেষ প্রয়োজনেই লুপের সূত্রপাত। বস্তুত বিশেষ প্রয়োজনটা অনেকের জানা থাকে না বলেই লুপের ব্যবহার করেন না তারা।  মূলত ষাটের দশক থেকে ছেলেদের শার্টে লুপ অত্যাবশ্যকীয় অংশ হিসাবে ব্যবহার হয়ে আসছে।

জানা যায়, ১৯৬০ সালে আমেরিকায় শার্টের পেছনে এ ধরনের ‘লুপ’ রাখার প্রচলন শুরু হয়। ইস্ট কোস্ট নাবিকদের পেষাকে এই বিশেষ অংশটির সংযোজন হয়েছিল। কারণ দিনের পর দিন সমুদ্রে কাটাতে হতো তাদের। শার্ট পরিষ্কার করে হ্যাঙ্গার ছাড়াই এই লুপের সাহায্যে তারা ঝুলিয়ে দিতেন কোনো রশি বা তারকাটায়। সহজেই শুকিয়ে যেত শার্ট। তা ছাড়া এই লুপটি এমন অবস্থানে থাকে যে, এইভাবে শার্ট ঝুলিয়ে রাখলে তাতে কোনো ভাঁজও পড়ে না। ফলে পরদিন আবার ওই একই শার্ট পরতে পারতেন নাবিকরা। অনেক সময় জাহাজের হুকেই শার্ট ঝুলিয়ে রাখতেন তারা।

আরও একটা বিষয় চিন্তার করলেই এর প্রয়োজনটা স্পষ্ট হবে, তা হলো— ওয়ারড্রোব এবং হ্যাঙার আবিষ্কার হওয়ার আগে পোশাক রাখা হত কিভাবে? সেই সময়ে ঘরের দেওয়ালে সাঁটানো হতো পেরেক বা তারকাটা। আর তাতেই ঝুলিয়ে রাখা হতো শার্ট বা পোশাক। ফ্যাশনের দুনিয়ায় এই লুপকে বলা হয় লকার লুপস।

এতদিনে জাহাজের নাবিকদের লুপের কার্যকারিতা ফুরিয়েছে। লুপ উঠে এসেছে ঘরে। ফ্যাশনের জগতে কদর পেয়েছে লুপ। তাইতো ছেলেদের পেষাকে স্থান করে নিয়েছে লকার লুপস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়