ফিচার ডেস্ক
আপডেট: ১৬:১৯, ২৯ অক্টোবর ২০২০
নিখুঁত বাসা বানাতে পটু বোয়ার বার্ড
বোয়ার বার্ড
পাপুয়া নিউগিনির জঙ্গলে বাস করা এই পাখিদের নাম বোয়ার বার্ড। টকটকে গাঢ় রং এদেরকে দিয়েছে অসাধারণ সৌন্দর্য।
পুরুষ বোয়ার বার্ড স্ত্রী বোয়ার বার্ডদের আকৃষ্ট করতে নানান ভঙ্গিমা করে। নিখুঁত ও বিশ্বের সবচেয়ে মজার বাসা বানানো পাখি এরা।
একারণেই এদের নাম হয়েছে বোয়ার বার্ড বা কুঞ্জপাখি। স্ত্রী পাখির সামনে নাচ প্রদর্শনের পূর্বে, পুরুষ পাখিটি তার চোখের মনি ছোট বড় করে।
পুরুষ বোয়ার পাখিটি নাচ প্রদর্শন করে স্ত্রী পাখির মনোরোঞ্জন করে। অস্ট্রেলিয়ানদের খুবই প্রিয় এই পাখিটি। এরা বাসা বানানোর কাজে খুব পটু হয়ে থাকে।
নিজেদের বাসা বানানোর অসামান্য দক্ষতা রয়েছে এদের। তারা সুন্দর ইউ আকৃতির কুঞ্জসদৃশ বাসা বানায় বলে এই পাখি বেশি সুখ্যাতি অর্জন করেছে।
গাঢ় হলুদ ও টকটকে লাল রঙের পুরুষ পাখি লম্বা লম্বা চিকন গাছের ডাল মাটিতে পুঁতে ঊর্ধ্বমুখী ইংরেজি ইউ আকৃতির ঘর বানায়।
এই দুই পাশের ডালের সংযোগ স্থলে খড়কুটা, নীল কাচ, নীল ফুল-ফলসহ বিভিন্ন নীল রঙের জিনিস কুড়িয়ে এনে এরা বাসা সাজায়।
বাসা সাজানোর ক্ষেত্রে এদের নীল রংপ্রীতি এতই বেশি যে, পাখি পর্যবেক্ষণ করা বোয়ার বার্ডে বাসায় নীল রঙের চশমা, চাবির রিংও খুঁজে পেয়েছে।
তাদের বাসায় এই দ্রব্যসামগ্রী খুঁজে পেয়ে অবাক হওয়ার কিছু নেই। মানুষের ফেলে দেয়া নীল জিনিসের প্রতি তাদের আগ্রহ সবাই বেশ উপভোগ করে।
আইনিউজ/এসডিপি
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ