Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

ফিচার ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৪৫, ১ নভেম্বর ২০২০

৭৫ বছর ধরে গাছ তলায় চলছে বৃদ্ধের পাঠশালা

নন্দা প্রাস্টি পড়াচ্ছেন শিশুদের

নন্দা প্রাস্টি পড়াচ্ছেন শিশুদের

গাছ তলায় বৃদ্ধের পাঠশালা। সেখানে অনেক শিশুরা সারি ধরে বসে লেখাপড়া করছে। দীর্ঘ ৭৫ বছর ধরে চলছে এই বৃদ্ধের পাঠশালা। কোনো দিনই বন্ধ হয়নি তার পাঠশালা। 

শুধু ছোটদের নয়, বড়দেরও পড়িয়ে চলেছেন এই বয়স্ক মানুষটি। নাম নন্দা প্রাস্টি। দিনের বেলায় ছোটদের পড়ান ও রাতে তিনি সময় করে নিয়েছেন বড়দের পড়ানোর জন্য। ভারতের ওড়িশা রাজ্যে বারতন্ডা গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ। 

সেখানকার গ্রামের প্রধান তাকে অনুরোধ করেছেন সরকারি সাহায্যের জন্য আবেদন জানাতে। যে সাহায্যে তিনি একটি স্কুল তৈরি করে শান্তিতে এবং সব সুবিধাসহ শিক্ষকতা করতে পারবেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নন্দা প্রাস্টি।

গাছের তলায় বসেই তিনি চালিয়ে যেতে চান তার শিক্ষকতার কাজ! নন্দা প্রাস্টি বলেন, আমি চাষবাষের কাজ করতাম। তখন দেখতাম যে গ্রামের প্রচুর মানুষ অশিক্ষিত। তারা নিজের নাম পর্যন্ত লিখতে পারেন না। আঙুলের ছাপ দিয়েই চলে তাদের কাজ।

তারা যাতে অন্তত পক্ষে নিজের নামটুকু লিখতে পারেন, তাই পড়াশোনা শেখাতে শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে গীতা পড়তে শুরু করি তাদের সামনে। তাদের পড়ার ইচ্ছে জাগে। সেখান থেকে শুরু আমার শিক্ষকতা। এখন আমি তাদের নাতি-নাতনিদের পড়াই। 

এসব কথা গর্বের সঙ্গে বলছেন শিক্ষক প্রাস্টি। তবে ক্লাস ফোরের পর সব শিশুকে প্রাইমারি স্কুলে যাওয়ার বিষয়ে জোর দেন বৃদ্ধ শিক্ষক। ওই গ্রামের প্রধান জানান, গত ৭৫ বছর ধরে সবাইকে পড়িয়ে চলেছেন তিনি। তবে কোনো রকম সাহায্য নিতে চাননি। 

এমনকি সরকারি সাহায্যও নয়। তবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি পড়ানোর জন্য একটি পরিকাঠামো তৈরি করে দেব। যেখানে তিনি নিশ্চিন্তে পড়াতে পারবেন। হাজারো সমস্যা, খারাপ আবহাওয়া সত্ত্বেও একদিনের জন্য বন্ধ হয়নি তার পাঠশালা। বলে জানান গ্রামের বাসিন্দারা। 

সূত্র: ইন্ডিয়াডটকম

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়