Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১২:৪৪, ১৬ নভেম্বর ২০২০

কাঞ্চনজঙ্ঘা: যেন বৈচিত্রময় সৌন্দর্যের এক গিরিবধূ

কাঞ্চনজঙ্ঘা, প্রকৃতির শেত শুভ্র অপার এক সৌন্দর্যের নাম। বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা থেকে বছর বেশ পরিষ্কারভাবে দেখা গেছে প্রকৃতির এই গিরিবধূকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ছবি পোস্ট করছেন।

যে কিনা চর্মচোখ দিয়ে কখনোই কাঞ্চনজঙ্ঘা দেখেনি তার প্রথম বার কাঞ্চনজঙ্ঘা দর্শনে প্রথম প্রেমে পড়ার মতো মনে হতে পারে। কেননা রূপ, লাবণ্য আর ইতিহাসে কাঞ্চনজঙ্ঘা এমনই অনুপম সুন্দর এক পর্বতশৃঙ্গ।

বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন

বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ার পাশাপাশি নীলফামারীর সীমান্তবর্তী এলাকাগুলোতেও খালি চোখেই হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যায়। হিমালয়ের দ্বিতীয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের মোহনীয় সে দৃশ্য মনোমুগ্ধকর। তাই জেলা দুটি ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রকৃতিপ্রেমী মানুষ ভিড় জমাচ্ছেন সীমান্তবর্তী খোলা উঁচু স্থানগুলোতে।

সকাল থেকে বিকেল পর্যন্ত হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘার একাধিক রূপ দেখা যায়। দৃশ্য দেখার জন্য দুরবিন বা বাইনোকুলার সঙ্গে করে নিয়ে আসতে হবে না। তবে কাঞ্চনজঙ্ঘার অপরুপ সৌন্দর্য সবচেয়ে ভালো দেখা যায়, সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ার শহরের উপকন্ঠে মহানন্দার তীর ঘেঁষা সরকারী ডাকবাংলো চত্ত্বর থেকে। এমনকি দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাহাড় শ্রেণিরও স্পষ্ট দেখা মেলে। রাত হলে পাহাড়ের গায়ে বেড়ে ওঠা শহরের আলোও ঠিকরে আসে।

সারাদিন তাকিয়ে থাকলেও কাঞ্চনজঙ্ঘার রূপদর্শনে কখনোই বিরক্তি আসে না। বরং সৌন্দর্যের বৈচিত্রতায় দর্শকের চোখ জুড়িয়ে রাখে কাঞ্চনজঙ্ঘা। দিনের মধ্যভাগে মনে হয় যেন এক খন্ড প্রকান্ড মেঘ উত্তরের আকাশটা দখল করে দাঁড়িয়ে আছে। সারাদিনে কোন নড়চড় নেই। বিকেলে যেন বরফ লজ্জায় রাঙ্গা হতে শুরু করে। আর গোধূলি বেলায় পুরো কাঞ্চনজঙ্ঘা আবীরখেলায় মেতে ওঠে চপল কিশোরীর মত।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়