ফিচার ডেস্ক
আপডেট: ১৩:৪০, ১০ ডিসেম্বর ২০২০
ছবিতে দেখুন বিভিন্ন সময়ের স্বপ্নের পদ্মা সেতু
ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি একটি গুরুত্ব নিয়ে ঠাই নেবে। কেননা আজ এ দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন বাস্তব রূপ লাভ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি পদক্ষেপ স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে আজ।
এই পদ্মা সেতুকে ঘিরে রয়েছে কোটি মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্নের বাস্তব রূপ দেখতে তাই অনেকেই আজ ভিড় জমিয়েছেন সেতুর দুই পাড়ে। চোখ ভরে দেখছেন একটি স্বপ্নের বাস্তবিক মূল অবকাঠামো। ছবিতে ছবিতে দেখুন সেই পদ্মা সেতুর বিভিন্ন সময়ের ছবি।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা নাগাদ পদ্মার তীরে অপেক্ষারত অনেকগুলো স্বপ্নে ভরা চোখ। সেই চোখে একটি স্বপ্নের বাস্তব রূপ দেখার তৃষ্ণা। অনেকেই নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে স্পিডবোটে করে নেমে পড়েছেন পদ্মার পানিতে। উদ্দেশ্য আরেকটু কাছ থেকে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখবেন।
অবশেষে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের ৫ বছর পূর্তির দু’দিন আগেই বসল সর্বশেষ ৪১তম স্প্যান। আর এর মধ্য দিয়ে কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো শতভাগ দৃশ্যমান হলো।
২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় সাত বছর কাজ এগোয়নি।
পদ্মা সেতুর বাইরের সৌন্দর্য যতোটা আকর্ষণীয় এর নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকদের জন্য ঠিক ততোটাই বিপজ্জনক ছিলো সেতুর পাইপ বসানোর কাজ। তবে এইসবকিছুকে পেছনে ফেলে আজ দৃশ্যমান হয়েছে কোতি মানুষের স্বপ্ন।
৩ বছর ২ মাস ১০ দিনে ৪০ স্প্যান পদ্মা সেতুতে এ পর্যন্ত ৪০টি স্প্যান বসানো হয়েছে। বাকি ছিলো মাত্র একটি। যেটি আজ সম্পন্ন হয়েছে।
৩০ হাজার ১৯৩ কোটি টাকার দ্বিতল পদ্মা সেতুর ওপরের ডেকে চলবে গাড়ি, নিচের ডেকে ট্রেন। ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার লক্ষ্য থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা হয়নি। দুই দফা সময় বেড়েছে। নতুন লক্ষ্য আগামী জুনে কাজ শেষ করা।
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ