শ্যামলাল গোঁসাই
আপডেট: ১১:৪৮, ১৪ ডিসেম্বর ২০২০
ভাস্কর্য শিল্পে পিছিয়ে নেই মুসলিম দেশগুলোও
সম্প্রতি দেশে ভাস্কর্য ইস্যু নিয়ে শুরু হওয়া বিতর্ক এখনো চলছে। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত দুই মাদ্রাসাছাত্রকে রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার তারা আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ভাস্কর্যের বিষয়ে কট্টর অবস্থানে আছে দেশের ইসলামিক দলগুলো।
তবে দেশের এসব বিতর্ক ছাড়িয়ে বিশ্ব সংস্কৃতির দিকে দৃষ্টি ফেরালে দেখা যাবে শিল্প, কৃষ্টির সাথে মানুষের সখ্যতা আদিম কাল থেকেই। বহুকাল আগের অন্ধ গূহা থেকে পাওয়া আদিম মানুষের চিত্রকলা প্রমাণ করে মানুষ এবং শিল্পের সম্পর্কের সময়সীমা কতো আগে থেকে শুরু হয়েছে।
মানুষের এই শৈল্পিক সৃজনশীল কর্মের রয়েছে বিভিন্ন শাখা। সেই শাখাগুলোরই একটি ভাস্কর্য। ইতিহাসে দেশে দেশে কালে কালে এই সব ভাস্কর্য শুধু শিল্পীর ভালো লাগার অনুভূতিই প্রকাশ করছে না, তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবিও। বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে ভাস্কর্যের নিদর্শন নেই।
দেশের ইসলামিক দলগুলো ভাস্কর্য বা মূর্তির বিরুদ্ধে কথা বললেও আধুনিক বিশ্বের অন্যান্য ইসলামিক দেশগুলোতেই সময়ে-অসময়ে নির্মিত হয়েছে অসংখ্য নান্দনিক ভাস্কর্য। কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, ইরাকের মতো বৃহৎ মুসলিম রাষ্ট্রগুলিতেও সগৌরবে প্রতিষ্ঠিত হয়ে আছে অনেক ভাস্কর্য।
সৌদি আরবের ভাস্কর্য
সৌদি আরবের জেদ্দায় রয়েছে মুষ্টিবব্ধ হাতের এ ভাস্কর্যটি
মুসলিম রাষ্ট্রের কথা বললে সবার আগে চলে আসে সৌদি আরবের নাম। মোহাম্মদ (সঃ) এর জন্মভূমি এই দেশটিতেও রয়েছে অনেক ভাস্কর্য। সেসব ভাস্কর্যে রয়েছে সৌদির ঐতিহ্যের ছাপ।
দেশটিতে উট এবং ঘোড়ার প্রচলন বেশি থাকায় ভাস্কর্য শিল্পেও এর প্রভাব পড়েছে। রাজধানী জেদ্দা নগরীতে আছে উটের দৃষ্টিনন্দন ভাস্কর্য। এছাড়াও রয়েছে মুষ্টিবদ্ধ হাত, হাংরি হর্স, মানব চোখসহ মনকাড়া সব নিদর্শণ।
কাতারের ব্যয়বহুল ভাস্কর্য
কাতারের উল্লেখযোগ্য একটি ভাস্কর্য – ‘হারনেসিং দ্য ওয়ার্ল্ড’
আরেকটি অন্যতম মুসলিম দেশ কাতারে বিশ্বের ব্যয়বহুল ভাস্কর্যগুলোর কিছু। দেশটিতে সবচেয়ে উল্লেখযোগ্য ভাস্কর্য – ‘হারনেসিং দ্য ওয়ার্ল্ড’। যার অর্থ হচ্ছে বিশ্বের সাথে সংযোগ।
কাতারের রাজধানী দোহায় ‘কাতারা আম্পি থিয়েটার’-এর সামনে নারী অবয়বের এই ভাস্কর্যে প্রকাশ করা হয়েছে গোটা পৃথিবীকে সংযোগ স্থাপনের বার্তা।
ইরাকে বিভিন্ন রাস্তার পাশেই দেখা যাবে ভাস্কর্য
ইরাকের একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য
বিশ্বের অন্যতম শক্তিধর মুসলিম দেশ ইরাকের বিভিন্ন জায়গায় রাস্তার পাশেই রয়েছে দৃষ্টিনন্দন ভাস্কর্য। বিশেষ করে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ডানার ভাস্কর্যটি যেকোনো মানুষের নজর কাড়বেই।
তাছাড়া আল-মনসুর শহরে আছে মনসুরের একটি বিশাল ভাস্কর্য। দেখা মিলবে অনেক সৈনিকের ভাস্কর্য। এক সময় রাস্তায় রাস্তায় ২৪ বছর রাষ্ট্র-ক্ষমতায় থাকা সাদ্দাম হোসেনের ভাস্কর্যে দেখা মিলতো। ক্ষমতার পালা বদলে এখন অবশ্য সেগুলো আর নেই।
পারস্যের সংস্কৃতিতেও রয়েছে ভাস্কর্য
ইরানে কবি ফেরদৌসির ভাস্কর্য
ইরানকে বলা হয় শিল্প-সংস্কৃতির উর্বর এক ভূমি। এখানকার সংস্কৃতি বহির্বিশ্বে পারস্যের সংস্কৃতি বলেই বেশি পরিচিত। যেখানে জন্ম নিয়েছেন ওমর খৈয়াম, কবি ফেরদৌসি, নাদির শাহর মতো সাহিত্যিকরা।
তাই ইরানের পথে পথে ঘুরে বেড়ালে চোখে পড়বে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের গঠনগত ও নান্দনিক ভিন্নতা
ইরানের বিভিন্ন সময়ের জনপ্রিয় কবি সাহিত্যিকদের স্মরণে এখানেও নির্মাণ হয়েছে ভাস্কর্য। রয়েছে কবি ফেরদৌসি, ওমর খৈয়াম, নাদির শাহর মতো খ্যাতিমান ব্যক্তিদের ভাস্কর্য।
ইন্দোনেশিয়ার আকর্ষণ ‘গারুদা বিষ্ণু কাঞ্চন’ ভাস্কর্য
বিশ্বের অন্যতম সর্বোচ্চ ভাস্কর্য 'গারুদা বিষ্ণু কাঞ্চন'
ইতিহাস বলে ত্রয়োদশ শতাব্দি পর্যন্ত ইন্দোনেশিয়া ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মানুসরী অধ্যুষিত দেশ। পরে মুসলমানদের আগমন ঘটে দেশটিতে। ষোড়শ শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয়ে যায় ইসলাম। মধ্যপ্রাচ্য থেকে আসা উন্নত সভ্যতা ও সংস্কৃতি ক্রমেই ছাপিয়ে গিয়েছিল বৌদ্ধ আর হিন্দুপ্রধান এ অঞ্চলে। এরপর ধাপে ধাপে ইউরোপীয়দের আগমন। দেশটিতে ব্রিটিশ আর ডাচরা তাদের সাম্রাজ্য স্থাপন করলেও ধর্ম ও সংস্কৃতিতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।
দেশটির বিভিন্ন স্থাপনা ও শিল্প নিদর্শনে রয়েছে ভারতীয় ও চীনা সংস্কৃতির ছাপ। নানা রকম শিব, বৈষ্ণব, গণপতি ও বৌদ্ধ মূর্তিসহ ভাস্কর্য শিল্পে সমৃদ্ধ গোটা দেশ। এই ভাস্কর্যগুলো যেমন দেশটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে, তেমনি বাড়িয়েছে পর্যটকদের আনাগোনাও।
এখানেই রয়েছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ ভাস্কর্য। বালি দ্বিপের এই ভাস্কর্যটির নাম 'গারুদা বিষ্ণু কাঞ্চন'। ১২১ মিটার উঁচু ভাস্কর্যটি চীনের 'স্প্রিং টেম্পল বুদ্ধ'র চেয়ে ছোট। তবে মিয়ানমারের 'লেকিয়ুন সেক্কিয়া বুদ্ধ' মূর্তিটির চেয়ে বড়।
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ