রণজিৎ জনি, মৌলভীবাজার
আপডেট: ১৮:১১, ১৫ ডিসেম্বর ২০২০
রঙের ছোঁয়ায় বিজয় দিবস (ছবির গল্প)

ছবি: রণজিৎ জনি
আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিজয় দিবসের সূর্য দেখা দিবে পূবের আকাশে। বাঙালি উদযাপন করবে নিজেদের ইতিহাসের ঐতিহাসিক মুক্তির এই দিনটিকে। তাই এই দিন নিয়ে সরকারি-বেসরকারি সব মহলেই নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। মৌলভীবাজারে শিল্পীরা রঙ দিয়ে আলপনা আঁকছেন রাত জেগে।
আইনিউজের নিজস্ব ফটো সাংবাদিক রণজিৎ জনির ক্যামেরায় ধরা পড়েছে সেসব মুহূর্তের কিছু।
মৌলভীবাজার জেলার সার্কিট হাউজের সামনে বিজয় দিবসকে সামনে রেখে রঙিন আলপনা আঁকা হচ্ছে। ছবি: রণজিৎ জনি।
বিজয় দিবসের আলপনা আঁকতে বড়দের পাশাপাশি হাতে তুলি তোলে নিয়েছে নতুন প্রজন্মও! যাদের কাছে মুক্তিযুদ্ধ একটি গৌরবময় ঐতিহাসিক গল্প! ছবি: রণজিৎ জনি।
সদলবলে মিলে চলছে আলপনা আঁকার কাজ। ছবির একেবারে বাম দিকে রয়েছেন মৌলভীবাজারের চিত্রশিল্পী নাঈম দ্বীপু। ছবি: রণজিৎ জনি।
আলপনা আঁকার জন্য 'পটু' মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি (একেবারে বামে)। নতুন প্রজন্মের সাথে তিনিও হাত দিয়েছেন আলপনা আঁকায়। ছবি: রণজিৎ জনি।
ছবি: রণজিৎ জনি।
ছবি: রণজিৎ জনি।
ছবি: রণজিৎ জনি।
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!