আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:৫৫, ৫ মার্চ ২০২২
ক্রিকেট হল অব ফেইম
শেন ওয়ার্ন : এক কিংবদন্তীর নাম
স্পিনের রাজা শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে ওয়ার্নকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা দিয়েছেন।
গত ৪ মার্চ, ২০২২ (শুক্রবার) থাইল্যান্ডের নিজ ভিলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫২ বছর বয়সী বিশ্ববিখ্যাত ক্রিকেটার শেন ওয়ার্ন। পুরো ক্রিকেট বিশ্ব হারালো এক কালজয়ী ক্রীড়াবিদকে।
পুরো নাম শেন কেইথ ওয়ার্ন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে জন্মগ্রহণ করেন ওয়ার্ন। "ওয়ার্নী" বলে তাকে সম্বোধন করতেন সঙ্গী ক্রিকেটাররা। ১৯৯২ সালের ২ জানুয়ারি ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন তিনি। এক বছর পর ১৯৯৩ সালের ২৪ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ওডিআই ক্রিকেটে আত্মপ্রকাশ করেন ওয়ার্ন।
- আরও পড়ুন- চলে গেলেন শেন ওয়ার্ন
ওয়ার্নকে বলা হত "কিং অব স্পিং" বা স্পিনের জাদুকর। ডানহাতি লেগ ব্রেক এই স্পিনার তার টেস্ট ক্যারিয়ারে ৭০৮ টি এবং ওডিআই ক্যারিয়ারে ২৯৩ টি উইকেট নিয়েছেন। তাছাড়া টেস্ট ম্যাচগুলোতে তাকে এক ইনিংসে একাই ১০টি উইকেট নিতেও দেখা গিয়েছে। তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স হচ্ছে ৭১/৮ (টেস্ট) ও ৩৩/৫ (ওডিআই)। তাছাড়া ডানহাতি ব্যাটসম্যান হিসেবে টেস্ট-ওডিআই মিলিয়ে করেছেন ১৩ টি হাফ-সেঞ্চুরী। লওয়ার অর্ডারে থেকেও করেছেন ৩০০০ এর বেশি রান।
ওয়ার্নের ভাস্কর্য
২০০০ সালে বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারদের তালিকায় নাম আসে ওয়ার্নের। অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা দলের সম্মাননায় ছিলেন তিনি। তাছাড়া ওয়ার্নকে "অল টাইম টেস্ট ওয়ার্ল্ড ইলিভেন" এ অন্তর্ভূক্ত করা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ একাধিক দলের ক্যাপ্টেন এবং পরবর্তীতে কোচ ও টিম মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ার্ন। ২০১৩ সালে "ক্রিকেট হল অব ফেইম" এ অন্তর্ভূক্ত হন তিনি। এখনও অ্যাসেজ কাপের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে তাকে সম্মান প্রদর্শন করা হয়।
মুদ্রার অন্যপিঠের মত ওয়ার্নের ক্যারিয়ারেও ছিল কিছু নেতিবাচক দিক। ২০০৩ সালের বিশ্বকাপের আগে ডোপ টেস্টে ধরা পড়েন ওয়ার্ন। ফলে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে বেশিদিন আর ক্রিকেটের মাঠে খেলোয়াড় হিসেবে থাকা হয়নি তার। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্ন। তবে এর পরেই ক্রিকেট মাঠে উপস্থাপক ও ম্যাচ সঞ্চালক হিসেবে তাকে দেখা যেত বড় বড় ম্যাচগুলোতে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদরা। তাছাড়া বিশ্বের ক্ষমতাবান ব্যক্তিত্বরাও জানিয়েছেন সমবেদনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে ওয়ার্নকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। একই সাথে দুই কিংবদন্তীর মৃত্যুতে অস্ট্রেলিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ