Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

সীমান্ত দাস

প্রকাশিত: ০০:১০, ৬ এপ্রিল ২০২২
আপডেট: ০০:১৪, ৬ এপ্রিল ২০২২

ফটোফিচার: শ্রীমঙ্গলের লেবু যেভাবে করে দেশভ্রমণ

বিক্রির জন্য জিপে করে বিভিন্ন লেবু বাগান থেকে আড়তে যায় শ্রীমঙ্গলের লেবু। ছবি- সাজু মারছিয়াং

বিক্রির জন্য জিপে করে বিভিন্ন লেবু বাগান থেকে আড়তে যায় শ্রীমঙ্গলের লেবু। ছবি- সাজু মারছিয়াং

মৌলভীবাজারের শ্রীমঙ্গল লেবু চাষের জন্য বিখ্যাত। কাক ডাকা ভোর থেকে দিনভর জীপ, টেম্পো, ট্রাক ও ঠেলা গাড়ীতে করে পাহাড়ী এলাকা থেকে বিপুল পরিমান লেবু  শ্রীমঙ্গলের বাজারে আসে।

আইনিউজের প্রতিবেদক সাজু মারছিয়াং-এর ক্যামেরায় ওঠে আসে এর কিছু দৃশ্য।

বিক্রির পর গাড়ি থেকে আড়তে নামানো হচ্ছে লেবু।

এখান থেকে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শত শত টন লেবু পাইকারী ব্যবসায়ীরা নিয়ে যান। দেশের অভ্যন্তরে চাহিদার প্রায় ৮০ শতাংশ লেবু উৎপাদিত হয় জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন পাহাড়ী টিলায়।

আড়তের ভিতরে বিভিন্ন আকার ভেদো লেবু আলাদা করে বস্তায় ভরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ছবি- সাজু মারছিয়াং

এখানে প্রায় ১৫‘শ ৬০ হেক্টর জমিতে লেবু চাষাবাদ হয়। এসব জমিতে প্রতি হেক্টরে গড়ে ৩ মেট্রিকটন লেবু উৎপাদন হয়।

ব্যাপক চাহিদা থাকায় এসব এলাকায় গড়ে উঠা ২ হাজারের বেশী লেবু বাগানে প্রতি মাসে প্রায় ৫‘শ মেট্রিকটন লেবু দেশের বাজারে চাহিদা মিটিয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। আর শ্রীমঙ্গলের বাজারে বছরে কমপক্ষে ৭০ কোটি টাকার লেবু বেচা-কেনা হয়ে থাকে।

আকার ভেদে পাইকারী বাজারে ২ থেকে ১০ টাকায় বিক্রি হয় শ্রীমঙ্গলের বাজারগুলোতে। ছবি- সাজু মারছিয়াং

এখানে ব্যাপক হারে কাগজি লেবু ছাড়াও উৎপাদিত হয় উন্নত মানের চায়না, জারা, এলাচি, সিডলেস লেবু। দেশের প্রসাধনী ও কেমিক্যাল কোম্পানিগুলো এখান থেকে লেবু ক্রয় করে তাকে। তাছাড়া বেভারেজ কোম্পানিগুলোর কোমল পানীয় তৈরীর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ লেবু ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়