শ্যামলাল গোসাঁই
আপডেট: ১৩:৩৪, ২৯ আগস্ট ২০২২
গিরিশচন্দ্র নয় কোরানের প্রথম বাংলা অনুবাদক আমিরুদ্দিন বসুনিয়া!
গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করেন ১৮৮৫ সালে। এর প্রায় ৮০ বছর আগে ১৮০৮ সালে পূর্ব বাংলার রংপুর নিবাসী আমিরুদ্দিন বসুনিয়া কোরআনের প্রথম বাংলা অনুবাদের কাজে হাত দেন। সেসময় তিনি কোরআনের আমপারার অনুবাদ সম্পন্ন করেন। এ ঐতিহাসিক তথ্যের সমর্থন রয়েছে ঢাকা ও কলকাতার প্রায় সবকজন কোরআন গবেষকদের লেখায়।
পবিত্র কোরআন শরীস মুসলমান সম্প্রদায়ের প্রধান ধর্মীয়গ্রন্থ। ইসলামে প্রধান যে চারটি কিতাব তাঁর মধ্যে পবিত্র কোরআন এখনো বিশ্বব্যাপী আলোচনার এবং গবেষণার গুরুত্বপূর্ণ পুস্তক। এদেশে একটি তথ্য চালু আছে যে, কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন একজন অমুসলিম। তিনি হলেন অনুবাদক ও বহুভাষী ভাই গিরিশচন্দ্র সেন।
এই তথ্যটি দীর্ঘদিন বাজারে চালু থাকলেও বর্তমানে এই তথ্য ভুল বলেও কথা তোলছেন অনেকেই। বর্তমানে বিভিন্ন গবেষক মহলেও গিরিশচন্দ্র-ই যে কোরানের প্রথম বাংলা অনুবাদক তাতে দ্বিমত জানানো হচ্ছে। বলা হচ্ছে- পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন নয়। তার অনুবাদের বহুবছর আগে আরেক মুসলিম মাওলানা কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছিলেন।
ভাই গিরিশচন্দ্র সেন কতৃক অনুবাদিত কোরআনের কপি
পবিত্র কোরআনের সাবলীল বাংলা অনুবাদ করা এ অঞ্চলের মানুষের জন্য দুঃসাধ্য ছিলো তা বলা বাহুল্য। কেননা, কোরআনের ভাষা আরবী, অপরদিকে বাঙালী ভাষার সাথে আরবীর পার্থক্যও অনেক। তাই পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়।
একসময় একটা কথা সমাজে প্রচলিত হয়ে যায় যে, ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছেন। তিনি এই অনুবাদ করেন ১৮৮৫ সালে। আরেকটি কথাও অজানা থেকে যায় যে, ভাই গিরিশচন্দ্রের কোরআন অনুবাদের ছয় বছর আগে আরেক অমুসলিম মনীষী অনুবাদ করেছিলেন। তাঁর নাম ছিলো রাজেন্দ্রলাল মিত্র। সেসময় রাজেন্দ্রলাল মিত্রের অনুবাদিত কোরআনের ৫০০ কপি ছাপাও হয়েছিলো।
কিন্তু ভাই গিরিশচন্দ্র সেন কিংবা রাজেন্দ্রলাল মিত্রের অনুবাদেরও প্রায় ৭৫-৮০ বছর আগেই একজন মুসলিম ওস্তাদ পবিত্র কোরআনের অনুবাদ করেছিলেন। তার নাম আমিরুদ্দিন বসুনিয়া। তার কথাটি অনেকটাই আড়ালে থেকে যায়। এর একটা কারণ, সেসময় শিল্প-সাহিত্য-সংস্কৃতি বা অনুবাদ কর্মে মুসলমানদের অংশগ্রহণ ছিলো না বললেই চলে।
১৮০৮ সালে পূর্ব বাংলার রংপুর নিবাসী আমিরুদ্দিন বসুনিয়া কোরআনের প্রথম বাংলা অনুবাদের কাজে হাত দেন। সেসময় তিনি কোরআনের আমপারার অনুবাদ সম্পন্ন করেন। এ ঐতিহাসিক তথ্যের সমর্থন রয়েছে ঢাকা ও কলকাতার প্রায় সবকজন কোরআন গবেষকদের লেখায়।
বর্তমানে দুই বাংলার প্রায় সবকয়টি কোরআন গবেষণা সংস্থা, প্রকাশনা, প্রতিষ্ঠান এ ব্যাপারে একমত যে, পূর্ব বাংলার রংপুর নিবাসী মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া-ই পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক। গিরিশচন্দ্র সেন কিংবা রাজেন্দ্রলাল মিত্র নয়।
তবে আমিরুদ্দিন বসুনিয়া কোরআনের পূর্ণাংগ অনুবাদ করে যেতে পারেন নি। অন্যদিকে ভাই গিরিশচন্দ্র সেনের পূর্ণাংগ অনুবাদ কর্ম যেটা তখন বাজারে প্রচলিত ছিলো তাও ছিলো শব্দ দোষে দুষ্ট। তাই তাঁর অনুবাদের মাত্র দুই বছরের মধ্যেই কোরআনের পূর্ণাংগ বাংলা অনুবাদ কর্ম নিয়ে হাজির হন খ্যাতিমান কোরআন গবেষক নায়ীমুদ্দীন (র.)।
মজার ব্যাপার হলো ভাই গিরিশচন্দ্রের আগে এক ইংরেজ পাদ্রীও কোরআনের অনুবাদ করেছিলেন। শোনা যায়, মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া থেকে গিরিশচন্দ্র সেন পর্যন্ত অর্থাৎ ১৮০৮ থেকে ১৮৮৫ সালের মধ্যে অন্তত ৯ জন ব্যক্তি কোরআনের বাংলা অনুবাদ করেছেন।
তবে সালের হিসাবে ভাই গিরিশচন্দ্র সেন কোনোভাবেই পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক নয়। কারণ, তিনি অনুবাদ করেন ১৮৮৫ সালে। অন্যদিকে তার প্রায় ৭৯ বছর আগেই কোরআনের আমপারা অনুবাদ সম্পন্ন করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া।
লেখক- শ্যামলাল গোসাঁই কবি, সাংবাদিক
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ