শ্যামলাল গোসাঁই
ইহুদিদের সাথে ইসলামের সম্পর্ক, যেভাবে এলো জাহান্নাম শব্দটি
ইয়াকুবের বারো পুত্রের নামে বনী-ইস্রায়েলের বারোটি গোষ্ঠীর মধ্যে ইয়াহুদা`র নাম থেকে ইহুদি শব্দটি আসে
বর্তমান সময়ে ইহুদি ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক প্রত্যক্ষ হলেও, এই দুই ধর্ম এবং ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে একটি নিবিড় সম্পর্কও।
পবিত্র কোরআন শরীরে যে ইব্রাহিমীয় জাতী-গোষ্ঠীর কথা আল্লাহ বারবার উল্লেখ করেছেন ইহুদিরাও সেই জাতী-গোষ্ঠীর সাথে জড়িয়ে রয়েছেন স্বর্ণলতার মতো। আজকের লেখায় জানবো ইহুদি ধর্ম, ইহুদি ধর্মাবলম্বী এবং ইসলাম ও মুসলমান নিয়ে।
ইহুদিদের উত্থান
ইহুদি মূলত একটি জাতি বা নৃধর্মীয় জনগোষ্ঠী' যারা ইস্রায়েল জাতির অন্তর্গত এবং জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসারী। আব্রাহামের পুত্র ইসহাক, তার পুত্র যাকোব ওরফে ইসরাইল (ইস্রাঈল বা ইস্রায়েল) এর বংশধরগণ বনী ইসরাঈল নামে পরিচিত।
ইতিহাসে জানা যায়, ইয়াকুবের বারো পুত্রের নামে বনী-ইস্রায়েলের বারোটি গোষ্ঠীর জন্ম হয়। যার মধ্যে ইয়াহুদা'র নাম থেকে ইহুদি শব্দটি এসেছে। ইহুদিদের কথা পবিত্র কোরআনের বারবার উল্লেখ করা হয়েছে।
ইহুদীদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে- হে বনী-ইসরাঈলগণ তোমরা স্মরণ কর আমার অনুগ্রহের কথা, যা আমি তোমাদের উপর করেছি এবং (স্মরণ কর) সে বিষয়টি যে, আমি তোমাদেরকে উচ্চমর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর।
ইহুদিদের ধর্ম ভাবনা এবং মিশর গমন
ইহুদি ধর্মের আদি পুরাণ কাহিনীগুলো ঘেঁটে দেখলে একটা বিষয় ধরা পড়বে, বর্তমান ইহুদিদের একাংশ পরকালে বিশ্বাস করেলেও আদিতে ইহুদিদের কোনো পরকাল ছিলো না। ইহকালই ছিলো তাদের কাছে মুখ্য। তাদের ঈশ্বর যিহুবা-ও তাই মানুষদের সকল কর্মের ফল দিতেন এই ইহকালেই মানে দুনিয়াতে। এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল।
কিন্তু এর কিছু কাল পরে ইহুদিরা চলে যায় ফেরাউনদের দেশ মিশরে। তখন ইহুদি ধর্মে পরকালে বিশ্বাস বা আখিরাতে বিশ্বাস বলে কিছু না থাকলেও মিশরের ধর্মে কিন্তু পরকালই ছিলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ, ইহুদিরা তাদের পাপ-পূণ্যের ফল দুনিয়াতে পাবে এটা ছিলো তাদের বিশ্বাস। অন্যদিকে মিশরীদের বিশ্বাসে ছিলো মানুষ মারা যাওয়ার পর তার সকল হিসাব নিকাশ চুকানো হবে। শাস্তির ব্যবস্থাও থাকবে পরকালে।
গিরিশচন্দ্র নয় কোরানের প্রথম বাংলা অনুবাদক আমিরুদ্দিন বসুনিয়া!
ইহুদিদের দাসত্বের জীবন ও মিশরী সংস্কৃতির প্রভাব
নিজেদের জাতিগত উদ্ভবের ৫০০ বছরের মাথায় ইহুদিরা মিশরে আসে। মিশরে ইহুদিদেরকে ডাকা হতো হাপিরু নামে। এই হাপিরু শব্দটি বেশ গুরুত্বপূর্ণ। হাপিরু মানে দাস। এই হাপিরু থেকেই এসেছে হিব্রু শব্দটি। আজকের বিশ্বে আমরা হিব্রু ভাষা নামে একটি ভাষার কথা জানি। এটিই সেই হিব্রুর জন্মস্থল।
মিশরে আসার পর ইহুদিদেরও অনেকটা সঙ্গ দোষে লোহা ভাসে। তাদের নিজেদের ধর্মে পরকাল না থাকলেও ফেরাউনদের দেশে থাকতে থাকতে পরকালের ধারণাটা প্রবেশ করে ইহুদিদের সংস্কৃতিতে। ধীরে ধীরে এ ধারণাটা তাদের মধ্যে শিকড় গাড়তে থাকে। এক সময় এই পরকালে বিশ্বাস করা আর না করা নিয়ে ইহুদিরা দুই ভাগে ভাগ হয়ে গেলো। এক দল নাম নিলো ফরিশি আর অন্যদলটি সদ্দুকি।
ইজরাইলের রাজার মেয়ের জামাই হলেন দাউদ (আ.)
ইহুদিদের প্রথম রাজার নাম সউল আর তার রাজ্যের নাম ইজরাইল। ইজরাইল মানে আজকে আমরা একটি দেশ জানলেও ইজরাইল শব্দের মানে হচ্ছে, যে ঈশ্বরের জন্য যুদ্ধ করে। সউলের সেনাপতি ও মেয়ে-জামাই ছিলেন ডেভিড বা দাউদ। পবিত্র কোরআনে যাকে দাউদ (আ.) নামে আমরা জানি। দাউদ নিজগুণে একসময় রাজা সউলের থেকেও বেশি ক্ষমতাবান হয়ে যান। এতে রাজা সউলের রাগ বাড়ে দাউদের উপর। তিনি আর আপন মেয়ে জামাই দাউদকে খুন করার পরিকল্পনা করে।
এদিকে আক্রমণের খবর দাউদ (আ.) কানে পৌঁছালে তিনি সেখান থেকে পালিয়ে গাজায় ফিলিস্তিনিদের কাছে আশ্রয় নেন। ফিলিস্তিনিদের সহায়তায় দাউদ সিনাই মরুভূমি এলাকায় একটি রাজ্য স্থাপন করেন। নাম দিলেন জুদা রাজ্য। রাজধানী বানালেন হেবরন।
দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
ফিলিস্তিন-ইজরাইল যুদ্ধের শুরু
এদিকে বৃদ্ধ রাজা সউল মারা গেলে তার ছেলে ইসাবেল ইজরাইল রাজ্যের রাজা হন। অন্যদিকে দাউদের লক্ষ্য ছিলো এই ইজরাইল রাজ্য দখল করে ফিলিস্তিনের সঙ্গে যুক্ত করে দুই রাজ্য এক করা। ইজরাইল ও জুদা রাজ্যের মাঝখানে একটি স্বাধীন নগর রাষ্ট্র ছিলো, নাম জেরুজালেম। এ নগরের বাসিন্দাদের বলা হতো জেবুসাইট।
দাউদ জেরুজালেম দখল করে তার রাজধানী হেবরন থেকে জেরুজালেমে সরিয়ে আনেন। কারণ, এ নগরটি দুই রাজ্যের মাঝে। এখান থেকে দুই রাজ্য শাসন করা সুবিধা হবে। দাউদের চক্রান্তে ইজরায়েলের দুর্বল রাজা ইসাবলকে তার সেনাপতিরা হত্যা করে এবং দাউদের কাছে আশ্রয় নেয়। দাউদ সহজেই ইজরায়েল রাজ্য দখল করে নেন।
এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
যেভাবে এলো 'জাহান্নাম' শব্দটি
এতে দুই রাজ্যের রাজধানী হয়ে গেলো জেরুজালেম। নগরের লোকসংখ্যা বেড়ে গেলো হঠাৎ। নগরের জঞ্জাল ফেলা হতো পাশের একটি উপত্যকায়। নগরের প্রচুর আবর্জনা আর মরা পশুর মৃতদেহ ফেলা হতো এ উপত্যকায়। আবর্জনা পুড়িয়ে ফেলার জন্য ভাগাড়ে আগুন দেয়া হতো। এ আগুন সারা বছর তেজের সাথে জ্বলতো।
এই উপত্যকার মালিকের নাম ছিলো হুন্নম। হিব্রু ভাষায় 'গৈ' মানে উপত্যকা। তাই এ উপত্যকাকে বলা হতো গৈহুন্নম। মানে হুন্নমের গৈ। সহজ মানে হুন্নমের ভাগাড়।
এদিকে ততোদিনে পরকালে বিশ্বাসী ইহুদিরা বলতো যারা পাপ করবে তাদেরকে মরার পরে আগুনে পোড়ানো হবে। সে আগুন কেমন তা বুঝানোর জন্য বলা হতো গৈহুন্নমের মতো আগুনে পোড়ানো হবে। ধারণা করা হয়, এই গৈহুন্নম শব্দ থেকে জাহান্নাম শব্দের উৎপত্তি।
বাবু ফকিরের আশ্রম, গান শিখলে ফাউ মিলে মুড়ি, শিঙারা
বর্তমান বিশ্বে ইহুদিদের সংখ্যা কতো?
বিশ্বে বর্তমান ইহুদি জনসংখ্যা ১ কোটি ৫২ লাখ। যদিও এই সংখ্যার অর্ধেকের বেশি বসবাস করে ইসরাইলে বাইরে। ইসরাইলের বাইরে যুক্তরাষ্ট্র প্রায় ৬০ লাখ ইহুদি বসবাস করে।
এছাড়া ফ্রান্সে ৪ লাখ ৪৬ হাজার, কানাডায় ৩ লাখ ৯৩ হাজার ৫০০, যুক্তরাজ্যে ২ লাখ ৯২ হাজার , আর্জেন্টিনায় ১ লাখ ৭৫ হাজার, রাশিয়ায় দেড় লাখ এবং জার্মানিতে ১ লাখ ১৮ হাজার ইহুদি সবাস করে।
মুসলিম বিশ্বে সবথেকে বেশি ইহুদি জনসংখ্যা বসবাস করে তুরস্কে (১৪ হাজার ৫০০), ইরানে ৯ হাজার ৫০০, মরোক্কোতে ২ হাজার তিউনিসিয়া ১ হাজার ।
ইহুদিরা অভিশপ্ত হওয়ার কারণ
ইহুদিদেরকে বলা হয় একটি অভিশপ্ত জাতি। কুরআন মাজিদের বহু জায়গায় তাদের অপকর্মের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- ‘আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। তাদেরই হাত বন্ধ হোক। এ কথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাত’ (সূরা আল মায়েদা-৬৪)।
কোরআনে আরও বলা হয়েছে- ‘বনি ইসরাইলের মধ্যে যারা কাফের, তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এ কারণে যে, তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করত’।
আইনিউজ/এইচএ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ