শ্যামলাল গোসাঁই
আপডেট: ১১:৩০, ২২ সেপ্টেম্বর ২০২২
মুসলিম দেশ হলেও ইন্দোনেশিয়ার টাকায় হিন্দু দেবতার ছবি থাকে কেন?
ইন্দোনেশিয়ান টাকা
বিভিন্ন দেশের টাকা জমানো আমাদের অনেকেরই শখ। ইন্দোনেশিয়ার টাকা যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন একটি ইন্দোনেশিয়ান নোটে হিন্দুর দেবতা গণেশের ছবি আছে। আবার আমরা এটাও জানি ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ। যেখানে আশি শতাংশেরও বেশি মানুষ মুসলিম ধর্মাবলম্বী। প্রশ্ন ওঠতে পারে মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ার এই নোটে হিন্দু দেবতা গণেশের ছবি থাকবে কেন?
এর পেছনে লুকিয়ে আছে ইন্দোনেশিয়ার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। আর ধর্ম মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ডেরই একটি অংশ। ইন্দোনেশিয়া বর্তমানে মুসলিম প্রধান দেশ হলেও পূর্বে এই ভূমিতে বেশ জনপ্রিয় ছিলো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। যা ইন্দোনেশিয়া ভ্রমণে গিয়ে দেশটির রাস্তাঘাটে ঘুরলেই অনুমান করা যায়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সনাতন কারুকার্যময় ভাস্কর্য। এগুলো আদতে ইন্দোনেশিয়ার প্রাচীন ইতিহাসেরই সাক্ষীস্বরূপ।
টাকা দিয়ে শুরু করেছিলাম, টাকার প্রসঙ্গে ফিরে যাই। ইন্দোনেশিয়ার বিস্তৃত হিন্দু প্রভাবের বিভিন্ন উদাহরণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০,০০০ রুপিয়া নোট। নোট টির সামনের দিকে হাজার দেওয়ন্তরার একটি চিত্রের পাশাপাশি হিন্দু দেবতা গণেশের একটি শিলালিপি রয়েছে।
নোটে দেবতা গণেশের শিলালিপি ছাড়াও ইন্দোনেশিয়া বিভিন্ন ধরণের হিন্দু সংস্কৃতিতে সমৃদ্ধ । অর্জুন বিজয়া মূর্তিটি জাকার্তা চত্বরে একটি ঐতিহাসিক নিদর্শন। এবং হনুমান ইন্দোনেশিয়ার সামরিক গোয়েন্দাদের সরকারী মাস্কট।
গারুদা পানকাসিলা ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক। এটি হিন্দু পৌরাণিক পাখি গারুদা দ্বারা অনুপ্রাণিত হয়েছে।তদুপরি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে লোগো হিসাবে গণেশের প্রতিকৃতি রয়েছে।
এছাড়াও ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে হিন্দু দেবতা গণেশের ছবি লক্ষ্য করা যায়। দেশজুড়ে প্রচুর হিন্দু নিদর্শন পরিলক্ষিত হয়। এছাড়া এখানকার স্থানীয়দের মধ্যে রামায়ণ-মহাভারতের গল্পগুলি বেশ প্রচলিত।
আবার মনে হয় টাকার প্রসঙ্গ থেকে দূরে চলে গেছি। ফিরে আসছি টাকা বা মুদ্রার বিষয়ে। মুদ্রায় গণেশের চিত্র থাকার অন্যতম একটি কারণ হতে পারে ইন্দোনেশিয়ায় হিন্দু সংস্কৃতির এতো জোরালো উপস্থিতি এবং এই ধর্মের প্রতি সম্মান প্রদর্শন। এছাড়া আরেকটি লোক কথাও এখানকার মানুষের মুখে প্রচলিত আছে।
ইহুদিদের সাথে ইসলামের সম্পর্ক, যেভাবে এলো জাহান্নাম শব্দটি
গিরিশচন্দ্র নয় কোরানের প্রথম বাংলা অনুবাদক আমিরুদ্দিন বসুনিয়া!
বিষয় অনেকটা এরকম- ডাঃ সুব্রমনিয়ান স্বামী একবার ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর কাছে তাদের মুদ্রার নোটে গণেশের চিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, মন্ত্রী ব্যাখ্যা করেছিলেন যে ১৯৯৭ সালে বেশ কয়েকটি এশীয় দেশের মুদ্রাস্ফীতি হচ্ছিলো। তো এই স্ফীতি রোধ করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরে, কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাছে দেবতা গণেশের একটি চিত্র রয়েছে, যেটা মুদ্রায় ব্যবহার করলে সৌভাগ্য বয়ে আনবে । সেই থেকে চিত্রটি নোটে থেকে যায় এবং স্থানীয়রা এটি গ্রহণ করে।
সুতরাং, কারণটি তাদের সৌভাগ্যে আনার সেই বিশ্বাসই হোক বা দেশের ঐতিহ্য তবে একটি ব্যাপার এখানে অপরিবর্তনীয় সেটা হলো, প্রাচীন ভারত এবং হিন্দু ধর্মের সাথে দেশটির গভীর সম্পর্ক।
আইনিউজ/এইচএ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ