Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শ্যামলাল গোসাঁই

প্রকাশিত: ২০:২০, ৩ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ঘটা যত অঘটন

পড়ুন এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ঘটা কিছু অঘটন

পড়ুন এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ঘটা কিছু অঘটন

ফিফা বিশ্বকাপ ফুটবলের কাতার আসরে গ্রুপ পর্বের খেলা শেষ। আজ নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপে শুরু হচ্ছে সুপার সিক্সটিন বা শেষ ষোলোর খেলা। গ্রুপ পর্বের খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এই আসরে ঘটেছে বেশকিছু অঘটন।

আইনিউজের আজকের প্রতিবেদনে জানাবো বিশ্বকাপের এই আসরে গ্রুপ পর্বের খেলায় ঘটা কিছু অঘটনের ব্যাপারে।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হার!
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের সর্বপ্রথম অঘটন ছিল এটি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ইতিহাস লিখে ফেলে সৌদি। আর্জেন্টিনার অনেক বাংলাদেশী সমর্থক দল বদল করে সৌদির পক্ষ হয়ে যান।

আর্জেন্টিনা-সৌদি আরবের খেলায় আর্জেন্টিনাই ছিল হট ফেভারিট। খেলার আগে সবাই ভেবেছিলো ম্যাচে তিন-চারটা গোল করবে আর্জেন্টিনা। কিন্তু মাঠের খেলায় দৃশ্যপট বদলে ফেলে আরব যুবকরা। ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে দারুণ ভোগান্তিতে ফেলে দলটি।

জার্মানির বিপক্ষে জাপানের জয়
বিশ্বকাপ ফুটবলের এই আসরে ২০১৪ আসরের চ্যাম্পিয়ন জার্মানি যেন লাইনচ্যুত এক ট্রেনের মতো। দিশেহারা এক দল হয়েই এবার গ্রুপ পর্বের খেলা থেকে বাদ পড়তে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। বাদ পড়ার আগে জাপানের সাথে হেরে লজ্জার মুখেও পড়তে হয়েছে জার্মানদের।

জাপান জার্মানির জালে ২ গোল দিয়ে হারিয়ে রীতিমত চমক দেখিয়েছে। এটি ছিল এই আসরের দিতীয় অঘটন। যার শিকার হয়েছিল জার্মানি। জার্মানি বর্তমানে শেষ ষোলোতে এশিয়ার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে।

ক্যামেরুনের কাছে ব্রাজিলের হার
দলের তারকা প্লেয়ার নেইমার চোট পেয়ে আগেই দলের বাইরে ছিলেন। তাছাড়া শেষ ষোলোও নিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলের। তাই হয়তো কোচ তিতে ক্যামেরুনের বিপক্ষের ম্যাচে একটি এক্সপেরিমেন্ট করতে চাইলেন। কিন্তু সেই এক্সপেরিমেন্ট  করতে গিয়ে ৯২ বছরের ইতিহাস ভেঙে কোনো আফ্রিকার দলের কাছে হারল ব্রাজিল।

এই প্রথম গত ৯২ বছরে ব্রাজিলের বিপক্ষে জয় পেল আফ্রিকার কোন দেশ। ২ ডিসেম্বর রাত ১টার ম্যাচে খেলার শেষ ভাগে ক্যামেরুনের আবুবকর জয়সূচক গোল করে এই অঘটন ঘটিয়ে নতুন ইতিহা লেখেন।

ম্যাচ জিতেও উরুগুয়ের বিদায়
এবারের আসর থেকে নিজেদের শেষ ম্যাচ জিতেও শুধুমাত্র গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে উরুগুয়ে। বাদ পড়ার মুহুর্তে দলের একমাত্র তারকা লুইস সুয়ারেজের কান্না দৃষ্টি এড়ায়নি ক্যামেরার। ভিডিওতে দেখা যায়, ক্রোয়েশিয়াকে ২ গোলে হারিয়েও ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন সুয়ারেজ।

কারণ ততোক্ষণে একই সময়ে খেলে পর্তুগালকে ২ গোল দিয়ে নক আউট পর্বের খেলা নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ কোরিয়া। নক আউট পর্বে যেতে উরুগুয়ের প্রয়োজন ছিলো দক্ষিণ কোরিয়ার থেকে অন্তত ১ গোল বেশি করা। কিন্তু উরুগুয়ে সারা ম্যাচ খেলে মাত্র ২টি গোল করতে পেরেছিল।

আইনিউজ/এইচএ 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়