সাগর জাহান
পবিত্র রমজানে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন
শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের তাকওয়া অর্জনের মাস পবিত্র রমজান। মাসব্যাপী সওয়াম পালনের মাধ্যমে এ মাসে মুসলিমগণ নিজেদের ঈমানকে দৃঢ় করে তোলেন। তাছাড়া, আরও নানা কারণে এই মাসটিকে মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র মাস বলে ঘোষণা দেয়া হয়েছে কোরআনে। তাই এ মাসের তাৎপর্যও মুমিনদের কাছে অনেক।
মাহে রমজান মাসে যেমন কিছু বিশেষ এবাদতের কথা বলা হয়েছে। তেমনি এই পবিত্র মাসে কিছু কর্ম বা কাজ থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে পবিত্র কোরআনে। আই নিউজের আজকের লেখায় আলোচনা করবো পবিত্র এ মাসে কী কী কাজ না করে বিরত থাকা উচিত।
রমজান মাসে সব ধরনের পাপাচার, ঝগড়া-বিবাদ কিংবা গালিগালাজ থেকে বিরত থাকা একটি গুরুত্বপূর্ণ বিধান।
উল্লেখ্য, রোজা ছাড়াও ইসলামে ঝগড়া-বিবাদ বা অশ্লীল কথাবার্তা বা গালাগাল নিষিদ্ধ, আর রোজা অবস্থায় আরো বেশি লক্ষণীয়।
যেমন- রোজা অবস্থায় কেউ গালি দিলেও তার জবাবে গালি দেওয়া যাবে না। কেউ মারামারি কিংবা ঝগড়া-বিবাদ করতে চাইলেও তা এড়িয়ে চলতে হবে। এ ব্যাপারে হাদিসে এসেছে-
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা ও মূর্খতা পরিহার করে। যদি কেউ তাকে গালমন্দ করে কিংবা তার সঙ্গে ঝগড়া-মারামারিতে লিপ্ত হয়, সে যেন বলে, আমি রোজাদার।’
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘যখন তোমাদের কেউ কোনো দিন রোজা অবস্থায় ভোরে উপনীত হয়, সে যেন অশ্লীল কথাবার্তা ও জাহিলি আচরণ না করে। যদি কেউ তাকে গালাগাল করে বা তার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতে উদ্যত হয়, তখন সে যেন বলে, আমি রোজা পালনকারী, আমি রোজা পালনকারী।’ (মুসলিম, হাদিস : ২৫৯৩)
প্রিয় নবী (সা.) কথাবার্তায় অশ্লীলভাষার প্রয়োগ পছন্দ করতেন না। তাই মুমিনদের তিনি এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, ‘মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী ও গালাগালকারী হয় না।’ (তিরমিজি, হাদিস : ২০৪৩)।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!