হেলাল আহমেদ, আই নিউজ
মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু পর্বতশৃঙ্গ পেলেন বিজ্ঞানীরা!
মাউন্ট এভারেস্ট। ছবি- সংগৃহীত
পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের কথা বললে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট এর কথা চলে আসে। এতোদিন ধরে মানুষ সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিসেবে মাউন্ট এভারেস্ট কেই জেনে আসছে। তবে, এবারে বিজ্ঞানীরা দাবী করছেন এভারেস্ট থেকেও উঁচু পর্বতশৃঙ্গের সন্ধান পেয়েছেন তারা! কিন্তু মজার ব্যাপার হলো এই পর্বতশৃঙ্গগুলো ভূ-পৃষ্ঠের উপরে নয়।
বিজ্ঞানীরা বলছেন, ভূগর্ভের গভীরে সুবিশাল পর্বতমালার খোঁজ মিলেছে। পাহাড়টির উচ্চতা এভারেস্টের চেয়ে প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি।
শনিবার (১০ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানায়, এই গবেষণায় দীর্ঘ দিন ধরেই ব্যস্ত সময় পার করছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। গবেষণার নানা পর্বে তাদের সাহায্য করছেন অ্যান্টার্কটিকার সেসমোলজি সেন্টার।
ভূ বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করে পর্বতটির কথা জানা গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫.৫ মাইল বা ৮.৮ কিমি উঁচু মাউন্ট এভারেস্ট। সেখানে ভূঅভ্যন্তরে থাকা পর্বতটি ২৪ মাইল বা ৩৮ কিলোমিটার উঁচু বলে জানান বিজ্ঞানীরা।
তারা বলেন, অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরুর একাধিক অংশ থেকে কয়েক হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে। তারপর হাই ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে কোর এবং ম্যান্টলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের অস্তিত্ব সন্ধান মিলে। সেগুলো পর্যালোচনা করেই বিজ্ঞানীদের ধারণা, সেখানে এমন এক সুবিশাল পর্বত রয়েছে, যার উচ্চতা মাউন্ট এভারেস্টের তুলনায় ৫ গুণ।
মাউন্ট এভারেস্টের পূর্ব নাম
মাউন্ট এভারেস্টকে বর্তমানে সবাই মাউন্ট এভারেস্ট নামে জানলেও এই পর্বতশৃঙ্গটি আবিষ্কারের পূর্ব পর্যন্ত এর নাম অন্যকিছু ছিল বলে জানা যায়। ১৮৪১ সালে জর্জ এভারেস্ট এই পর্বতশৃঙ্গটি আবিষ্কার করেন। যিনি পেশায় একজন ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন।
ভূ ভারতের এই সার্ভেয়ার জেনারেল পর্বতশৃঙ্গটি আবিষ্কারের পূর্বে এভারেস্টের নাম ছিল পিক-বি। পরবর্তীতে পিক-১৫ নামকরণ করা হয়। ১৮৮৭ সালে 'ব্রিটিশ সার্ভেয়ার অফ ইন্ডিয়া অ্যান্ড্রু ওয়া মাউন্ট' এভারেস্টের নামকরন করেন।
মাউন্ট এভারেস্ট এর আগে সবচেয়ে বড় পর্বত কোনটি ছিল?
মাউন্ট এভারেস্ট আবিষ্কারের পূর্বে পর্যন্ত মানুষ অন্য একটি পর্বতকে সবচেয়ে উঁচু পর্বত বলে জানতেন। সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত থেকে প্রতিবছর শীতের সময় দেখা যায় দূরের উঁচু এই কাঞ্চনজঙ্ঘা পর্বত।
কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট আবিষ্কারের আগে ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত উচ্চতার দিক থেকে ১ নং এ ছিল। এটা নেপালে-ভারতে অবস্থিত। এর উচ্চতা ছিল ৮৫৮৬ মিটার।
পর্বত কাকে বলে?
আমরা জানি পাহাড় এবং পর্বতের মধ্যেও যে কিছু তফাৎ রয়েছে। পর্বত হল পৃথিবীর ভূত্বকের একটি উঁচু অংশ, সাধারণত এর খাড়া দিকগুলিতে উন্মুক্ত নিরেট প্রস্তর দেখায়।
যদিও এর বর্ণনা পরিবর্তিত হয়, একটি পর্বত একটি মালভূমি থেকে এদের চূড়ার উচ্চতার জন্য পার্থক্য করা যেতে পারে এবং সাধারণত একটি পাহাড়ের চেয়ে উঁচু হয়, সাধারণত আশেপাশের জমি থেকে কমপক্ষে ৩০০ মিটার (১,০০০ ফুট) উপরে উঠে।
পর্বত কে চারটি ভাগে ভাগ করা হয়েছে যথা ভঙ্গিল পর্বত ,স্তুপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। পর্বতের পাদদেশকে বলা হয় পর্বতের ভিত্তি। পাহাড়ের সর্বনিম্ন অংশ, যেখানে ভূখণ্ড উঠতে শুরু করে। হিলসাইড বা স্কার্ট: পাদদেশ এবং চূড়ার মধ্যে পাহাড়ের ঢালু অংশ।
আই নিউজ/এইচএ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ