মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ২২:১৩, ২৯ জুলাই ২০২৩
২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
২০২২ সালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে সারা পৃথিবীকে চমকে দেয়। আর এটা দেখে পৃথিবীর সকল দেশ তাদের নিরাপত্তার জন্য ব্যাপকহারে সামরিক বাজেট বৃদ্ধি করতে থাকে। এবং নতুন নতুন অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাংক ইত্যাদি যুক্ত করতে থাকে তাদের সেনাবাহিনীতে। এর ফলে সারা পৃথিবীতে অস্ত্র তৈরির প্রতিযোগিতা আরো বেড়ে যায়। সেই সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের রেংকিংয়ে ব্যাপক পরিবর্তন আসে।
যে সকল দেশ গত বছর টপ টেন র্যাংকিং এ ছিল না তারা টপ টেনে জায়গা করে নিয়েছে। ২০২২ সালে যারা শক্তিশালী ১০ এর তালিকায় ছিল তারা অনেকেই এখন তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। আই নিউজের আজকের আর্টিকেলে আমরা ২০২৩ সালের র্যাংকিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে (Top Ten) শক্তিশালী ১০ টি দেশ সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক।
১ম স্থান (United States) বা আমেরিকা
২০২৩ সালে আমেরিকা বর্তমান জনসংখ্যা হল ৩৩ কোটি ২৯ লক্ষ ১৫ হাজার ৭৩ জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। পৃথিবীতে যত আধুনিক অস্ত্র রয়েছে তার আবিষ্কারক কিন্তু এই আমেরিকায়। আর সারা পৃথিবী জুড়ে প্রায় ২০০ টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। এমনকি পৃথিবীর সবচেয়ে বেশি এয়ারপোর্ট ক্যারিয়ার রয়েছে আমেরিকার। এসব ছাড়াও আমেরিকার হাতে প্রায় ৫ হাজার ৪২৮টি পারমাণবিক বোমা রয়েছে বলে জানা যায়।
আমেরিকান নেভীর হাতে থাকা ভয়ংকর যুদ্ধ বিমানের একাংশ। ছবি- অনলাইন
আমেরিকা সম্পর্কে যতই বলি না কেন শেষ করা যাবে না। তাই আমেরিকাকে পৃথিবীর রাজা বললেও ভুল হবে না। আর পুতিন কিন্তু সে রাজত্বে ভাগ বসাতে চলেছে। হয়তো এক সময়ে পুতিনের দেশে রাশিয়াই হবে পৃথিবীর এক নম্বর শক্তিশালী দেশ।
২য় স্থান (Russia) রাশিয়া
২০২৩ সালে রাশিয়ার বর্তমান জনসংখ্যা হল ১৪৫,৪৭৮,০৯৭। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার নিয়মিত সেনা সদস্য ১০,০০,০০০, রিজার্ভ আর্মি ২০,০০,০০০ এবং আধা-সামরিক বাহিনীতে রয়েছে ৪,৪৯,০০০ জন সদস্য। রাশিয়ার সামরিক ঘাঁটি ১০টি। রাশিয়ার হাতে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে।
রাশিয়ার সেনাবাহিনীতে আছে এরকম কয়েকশত যুদ্ধ ট্যাঙ্ক। ছবি- অনলাইন
বর্তমানে ৫ হাজার ৯৭৭ টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার হাতে। কখনো যদি কোন দেশ রাশিয়াকে আক্রমণ করতে চায় তাহলে সেটা আত্মহত্যা সামিল হবে। এজন্য রাশিয়াকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বললেও ভুল হবে না। কারণ আমেরিকা ও রাশিয়াকে ভয় পায়।
৩য় স্থান (China) চায়না
২০২৩ সালে চীনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি। চীনের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৯ শতাংশ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চায়না বা চীন। বর্তমানে চীন অন্যতম একটি সুপার পাওয়ার। চীনের হাতে টোটাল ৩৫০টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এমনকি দিন দিনে চীন তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করে চলেছে।
এসব ছাড়াও চীনের হাতে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে। প্রায় ২০ লক্ষ একটি ফোন রয়েছে চীনের চীনের। চীনের বিমান বাহিনীতে ৩২৮৪ যুদ্ধবিমান রয়েছে। ২৮১টি এটাক হেলিকপ্টার রয়েছে এবং চীনের নৌ বাহিনী ও ব্যাপক শক্তিশালী। চীনের নৌ বাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধজাহাজ রয়েছে। প্রায় ৬৭ এর মত যুদ্ধ জাহাজ রয়েছে চীনের নৌ বাহিনীতে এবং সাবমেরিন রয়েছে ৭৮টি। এই সবকিছু মিলিয়ে চীন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার।
৪র্থ স্থান (India) বা ভারত
২০২৩ সালে ভারতের বর্তমান জনসংখ্যা ১৩৮ কোটি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। সেই সঙ্গে ভারত একটি পারমাণবিক শক্তিশালী একটি দেশ। ভারতের হাতে মোট ১২০টির মতো পারমাণবিক বোমা রয়েছে।
এছাড়া ভারতের হাতে টোটাল অ্যাক্টিভ রয়েছে ১৪ লক্ষ্য ৫০ হাজারের মতো। ভারতের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাংক আছে ৪ হাজার ৬১৪টি, যুদ্ধবিমান আছে ২২১০টি, এয়ারকাপ ক্যারিয়ার আছে দুইটি, সাবমেরিন আছে ১৪টি। সবকিছু মিলিয়ে ভারত অনেক শক্তিশালী একটি দেশ।
৫ম স্থান United Kingdom বা ব্রিটেন
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। ব্রিটেনের একটিভ সেনাসংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার। তবে বৃটেনের বিয়ান বাহিনী ব্যাপক শক্তিশালী। ব্রিটান এয়ারফোর্স বা রয়েল এয়ারফোর্স আমেরিকার তৈরি এফ৪৫ লাইটিং টু এর মত ভয়ংকর সব যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। এবং তাদের নৌ বাহিনীতে দুইটি ওয়ার্কারিয়া রয়েছে। সাবমেরিন আছে ১০টি।
আপনাদের জানিয়ে রাখি গ্রেট ব্রিটেন বা ব্রিটেন কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে ১৯৭০ সালে ৫০০ এর মতো পারমাণবিক বোমা ছিল। তবে বর্তমানে তারা অনেক পারমাণবিক বোমা নষ্ট করে ফেলেছে। ফলে তাদের কাছে বর্তমানে মাত্র ২৬০টার মতো পারমাণবিক বোমা রয়েছে। ২৬০টি পারমাণবিক বোমা কিন্তু মোটেও কম নয়। আর যে দেশের হাতে এতগুলো পারমাণবিক বোমা থাকে তাদেরকে দখল করা অসম্ভব।
৬ষ্ঠ স্থান (North Korea) বা উত্তর কোরিয়া
পৃথিবীর ষষ্ঠ শক্তিশালী দেশ হলো কিমজনউন এর দেশ উত্তর কোরিয়া বা নর্থকোরিয়া। কারণ উত্তর কোরিয়ার হাতে প্রায় 200 টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও কিমজনউন কিছুদিন আগেও পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে। যেটা জাপানের বোমার চেয়েও ১৫০০ গুণ বেশি শক্তিশালী। কিমজনউন এই বোমাটিকে যে দেশে মারবে সে দেশ পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে যাবে।
এছাড়াও কিমজনউনের রয়েছে ১২ লক্ষ সেনা সদস্য এবং ৬৬৪৫টি যুদ্ধ ট্যাংক প্রায় এক হাজারটি যুদ্ধবিমান এবং ৩৫টি সাবমেরিন। সব মিলিয়ে উত্তর কোরিয়া অনেক শক্তিশালী একটি দেশ তাই উত্তর কোরিয়াকে দখল করা একদম অসম্ভবস।
৭ম স্থান (Pakistan)পাকিস্তান
২০২৩ সালে পাকিস্তানের বর্তমান জনসংখ্যা হল ২২ কোটি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান একটি মুসলিম দেশ। পাকিস্তানও কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ। বর্তমানে পাকিস্তান নিজ দেশেই ভয়ংকর সব পারমাণবিক বোমা এবং মিসাইল তৈরি করে চলেছে।
পাকিস্তান ১৯৭৪ সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। বর্তমানে পাকিস্তানের হাতে ২০০৮টির বেশি পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌ বাহিনী ব্যাপক শক্তিশালী বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনীতে ১৪১৩টির মতো ভয়ংকর যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে অ্যাটাক ফাইটারজেটগুলো পারমাণবিক বোমা বাহনে সক্ষম।
এছাড়াও পাকিস্তান বিমান বাহিনীতে ৫৮টি এটাক হেলিকপ্টার রয়েছে। আর যে দেশের কাছে এত এত ভয়ংকর সব অস্ত্র থাকে সে দেশকে দখল করা অসম্ভব।
৮ম স্থান (Japan) জাপান
২০২৩ সালে জাপানের বর্তমান জনসংখ্যা হল ১২৩,২৯৪,৫১৩ জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে জাপান। আপনাদের জানিয়ে রাখি জাপান পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা একটি দেশ। পৃথিবীর একমাত্র দেশ জাপান যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটি পারমাণবিক বোমা হজম করেছে। দুইটি পারমাণবিক বোমা খাওয়ার পর জাপান পৃথিবীর সবচেয়ে শান্ত দেশে পরিণত হয়েছে।
তবে বর্তমানে জাপান আর শান্ত দেশ নেই। জাপানও দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এমনকি যুদ্ধবিমান থেকে শুরু করে সকল রকম অস্ত্র জাপান নিজ দেশে তৈরি করে থাকে। আরেকটি সূত্র থেকে জানা যায়, জাপান মাত্র তিন দিনের মধ্যেই ৫০টির বেশি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তাই বলা যায় জাপানকে দখল করা একেবারে অসম্ভব।
৯ম স্থান (France)ফ্রান্স
২০২৩ সালে ফ্রান্সের বর্তমান জনসংখ্যা হল ৬৪,৭৫৬,৫৮৪ জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নবম অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্সকে বলা হয় লড়াকু জাতি; আর তাদের সৈন্যরাও অনেক সাহসী। ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় সামরিক বাজেট ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য ৪৩৩ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
ফ্রান্সের হাতে মোট ২ লক্ষ ৫ হাজার এক্টিভ সৈন্য রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ফ্রান্সও পারমাণবিক শক্তিধর দেশ। ফ্রান্সের হাতে প্রায় ৩০০টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আর যে দেশের হাতে তিনশটির মতো পারমাণবিক বোমা থাকে সেই দেশে কোন দেশ ভুল করেও আক্রমণ করতে যাবে না। তাই এক কথায় বলা যায় ফ্রান্সকে দখল করা অসম্ভব।
১০ম স্থান (Italy) ইতালি
ইতালির বর্তমান জনসংখ্যা হল ৫৮,৮৬৩,১৬৭ জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় দশম অবস্থানে রয়েছে ইতালি। ইতালির আরেক নাম রোম। রোম সাম্রাজ্য এক সময় অর্ধেক পৃথিবীতে রাজত্ব করেছে বলে ইতিহাসে জানা যায়। তাই এই ইতালীয় জাতিকেও হাজার বছরের সাহসি জাতি হিসেবে ধরা হয়।
ইতালির সেনাবাহিনীতে টোটাল এক্টিভ সেনা ১ লক্ষ ৭০ হাজার। অন্যান্য দেশের তুলনায় ইতালির সৈন্য সংখ্যা কম হলেও তাদের সামরিক বাজেট কিন্তু অনেক বেশি। ২০২৩ সালে ইটালির সামরিক বাজেট প্রায় ৩৭ বিলিয়ন ইউএস ডলার। ইতালির হাতে কোন পারমাণবিক বোমা নেই। তবে তাদের নৌ বাহিনী ব্যাপক শক্তিশালী। ইতালির নৌবাহিনীতে দুটি এয়ারপোর্ট ক্যারিয়ার রয়েছে। রয়েছে ৮টি সাবমেরিন এবং ইতালির বিমান বাহিনীতে ৮৫০টির মতো ভয়ংকর সব যুদ্ধবিমান রয়েছে।
আই নিউজ/এইচএ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ