হেলাল আহমেদ
আপডেট: ১৭:৫১, ১৮ অক্টোবর ২০২৩
রোনালদিনহো ঢাকায় আসছেন
ফুটবলের জাদুকর রোনালদিনহো
প্রথমবারের মতো ব্রাজিলের ফুটবল তারকা রোনালদিনহো ঢাকায় আসছেন। এ প্রজন্মের ক্ষুদে ফুটবল সমর্থকরা অবশ্য রোনালদিনহোর খেলা দেখার সুযোগ পান নি তেমন। কেননা, ততোদিনে রোনালদিনহো বুড়িয়ে গেছেন। কিন্তু যতোদিন খেলেছেন ফুটবলের মাঠে ছিলেন একচ্ছত্র এক রাজা। বিশেষ করে রোনালদিনহোর নানা ধরনের স্টাইলিশ ড্রিবলিং দেখে চোখ জুড়িয়েছেন সেকালের ফুটবল সমর্থকরা। সেই রোনালদিনহো ১৮ অক্টোবর প্রথমবারের মত ঢাকায় আসছেন।
ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে রোনালদিনহো ঢাকায় আসছেন বলে জানিয়েছেন, ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আপন খান। তিনি আরো জানান, রাতে হোটেল রেডিসনে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন রোনালদিনহো। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোনালদিনহো ঢাকায় আসছেন : এছাড়াও জানা গেছে, হোটেল রেডিসনের ওই অনুষ্ঠানে শতাধিক অতিথি থাকবেন। এসময় রোনালদিনহো-র সঙ্গে ডিনার করার কথা রয়েছে অতিথিদের। এর আগে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। তবে সেই ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছিল। এবার রোনালদিনহোর বেলা অবশ্য আগেরবারের মতো থাকছে না। সুযোগ থাকছে কিংবদন্তী রোনালদিনহো-কে কাছ থেকে দেখার।
রোনালদিনহো : ক্যারিয়ার জুড়ে ছিল যার হেয়ালিপনা
রোনালদিনহো তাঁর সময়ের শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন কী-না তা নিয়ে বিতর্ক থাকলেও নান্দনিক ফুটবল খেলায় যে সেসময় রোনালদো যেকারো থেকে এগিয়ে ছিলেন তা অনস্বীকার্য। রোনালদিনহোর কাছ থেকে হয়তো মানুষ প্রথম ফুটবল নিয়ে সব জাদুকরি ড্রিবলিং দেখতে শুরু করে। কিন্তু যিনি ছিলেন ফুটবলের এতোবড় কীংবদন্তী তাঁর গোটা ক্যারিয়ারটাই যে হেয়ালিপনায় ভরা ছিল তা জানাব এখন।
ফুটবলের যারা নিয়মিত খবরাখবর রাখেন তাঁদের অনেকেই মনে করেন, শুধু জনপ্রিয় খেলোয়াড় বললে রোনালদিনহোর প্রতিভাকে ছোট করে দেখানো হয়। সম্ভবত জাদুকর বা ঐন্দ্রজালিক শব্দটিই তার জন্য যথাযথ হবে। মাঠের লাখ লাখ সমর্থকদের চোখকেইই শুধু নয়, প্রতিপক্ষের ১১ জনকেও নিজের ভেলকিতে বারবার বোকা বানিয়েছেন এই ফুটবলার।
রোনালদিনহো সেই কয়েকজনদের একজন
ব্রাজিলে মাত্র কয়েকজন ফুটবলার আছেন যারা সকল পর্যায়ের আন্তর্জাতিক বয়সভিত্তিক দলে খেলেছেন। তাদের মাঝে রোনালদিনহো একজন। ১৯৯৯ সালে দিনহো সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়ানশিপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিযোগীতায় তিনি মোট ৩ টি গোল করেছিলেন। এর ফলে ব্রাজিল ফিফা যুব বিশ্বকাপে খেলার সুযোগ পায়।
নাইজেরিয়ায় অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপেও দিনহো মোট ৩ টি গোল করেছিলেন। এ টুর্নামেন্টে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলো।
তার এই ধারাবাহিক সাফল্যের ফলে ২৬ জুন,১৯৯৯ সালে লাটভিয়ার সাথে এক খেলায় ব্রাজিলের সিনিয়র টিমে রোনালদিনহোর অভিষেক ঘটে। তখন দিনহোর বয়স মাত্র ১৯ বছর। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়ালেন রোনালদিনহো। হাতে তুলে নিলেন সাম্বার পতাকা। লাটভিয়াকে ৩-০ গোলে হারালো ব্রাজিল। রোনালদিনহো একাই করলেন ২ গোল।
রোনালদিনহো বদলে গেলেন যেভাবে
২০০৬ এর বিশ্বকাপ ছিল ব্রাজিল সমর্থকদের জন্য এক হতাশার বিশ্বকাপ। রোনালদিনহো এই বিশ্বকাপে কোন গোল পান নি। করেছিলেন মাত্র ১ টি অ্যাসিস্ট। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে ব্রাজিল। দিনহো খেললেন তার জীবনের সবচেয়ে বাজে বিশ্বকাপ।
২০০৫ এর কনফেডেরেশান কাপের পর থেকে প্রায় ২ বছর ধরে ব্রাজিলের জার্সি গায়ে গোলবিহীন ছিলেন এই জাদুকর। অনেকেই তার বিরুদ্ধে ব্যক্তি জীবনে উশৃঙ্খল জীবন যাপনের অভিযোগ আনেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সিনিয়র খেলোয়াড় হিসেবে ব্রাজিল অলিম্পিক টিমে যোগ দেন রোনালদিনহো। তাকে ব্রাজিল অলিম্পিক টিমের ক্যাপ্টেন করা হলো।
কোয়ার্টার ফাইনালে ২ গোল করে দলকে সেমি ফাইনালে তুললেন রোনি। সেমি ফাইনালে রোনালদিনহোর ব্রাজিলের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ান আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। ব্রাজিল এই অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জেতে।
দলকে থেকে ছিটকে গেলেন যেভাবে
অলিম্পিকের পর ২০১০ বিশ্বকাপে রোনালদিনহোর ফর্ম থাকার পরও কোচ দুঙ্গা তাকে দলে জায়গা দেন না। তারপরও ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় থেমে থেমে দলে ডাক পেয়েছেন তিনি। কিন্তু ২০১৩ সালের কনফেডেরেশান কাপে তাকে দলে ডাকা হয় না। এমনকি ২০১৪ সালে স্কোলারির বিশ্বকাপ দলেও আর জায়গা পাননি তিনি। এর পর আর কখনই ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায়নি এই কিংবদন্তি ফুটবলারকে।
রোনালদিনহো যতোদিন খেলেছেন ফুটবল মাঠে একের পর এক চমক দেখিয়েছেন। ফুটবলের ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিলো একালের যেকোনো ফুটবলারের চাইতে অনেক বেশি। রোনালদিনহো যে ধরনের ড্রিবলিং তাঁর সময়ে মাঠে করে দেখিয়েছেন তাই আজকের ফুটবল বিশ্বের অনেক ফুটবলারকে আমরা করতে দেখি। তাই রোনালদিনহো ছিলেন সেসময়ের ক্ষুদে খ্রিশ্চিয়ানো রোনালদোরও আইডল খেলোয়াড়। রোনালদিনহো ঢাকায় আসছেন এই খবরে উচ্ছ্বসিত বাংলাদেশের ভক্ত অনুরাগীরা।
আই নিউজ/এইচএ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ