সাইফুর রহমান তুহিন
আপডেট: ১৯:৪৯, ২২ নভেম্বর ২০২৩
আমাজন নদীর বিস্ময়কর কিছু তথ্য
আমাজন নদী সম্পর্কে বিস্ময়কর যে ব্যাপারগুলো আপনি হয়তো এখনো জানেন না সন্দেহাতীতভাবে আমাজন নদী হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাধারগুলোর একটি। বিশ্বের সর্ববৃহৎ জলাধার হয়তো নয় তবে তবে এর মধ্যে অনেক চিত্তাকর্ষক ও বিস্ময়কর উপাদান রয়েছে। উদাহরণ হিসেবে এখানে আমাজন নদীর কিছু চমকপ্রদ উপাদানের কথা তুলে ধরা হলো যা হয়তো আপনি এখনো সেভাবে জানেন না।
বিশ্বের সর্ববৃহৎ উষ্ণমণ্ডলীয় বনভূমি
আমাজন নদীর ছোট ছোট নালা প্রবাহিত হয়েছে আমাজন বনভূমির মধ্য দিয়ে। আর এ কারণেই জীববৈচিত্র্যের দিক দিয়ে বিশাল এ বনভূমি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ। রেকর্ডপত্র ঘেঁটে জানা যায় যে, এই আমাজন বনভূমি কমপক্ষে এক মিলিয়ন কীটপতঙ্গ, প্রায় দুই হাজার জীবজন্তু ও পাখি, চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং এর পাশাপাশি ৩৯০ বিলিয়ন আলাদা বৃক্ষের আবাসস্থল।
কোনো সেতু নেই
এ বিষয়টি উপলব্ধি করা একটু কঠিন যে, এতোবড় একটি নদীর ওপর কোনো সেতু নেই, এটি শুধুই একটি নদী। এটির চারপাশে শুধু ঘন সবুজ বনভূমির অবস্থানই নয়, আরও রয়েছে আকাশ থেকে প্রাণভরে উপভোগ করার মতো নজরকাড়া
সব দৃশ্য।
উদাহরণস্বরূপ বলা যায়, নদীটির দুই পাশে প্রায় দশ মিলিয়ন মানুষের উপস্থিতি রয়েছে যারা শুধু নৌকার সাহায্যে এক পার থেকে আরেক পারে যাতায়াত করে। যথাযথ অবকাঠামোর অভাব বরং এই অঞ্চলের বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে। এ কারণে এখানকার ঋতু পরিবর্তনও একেবারে সময়মতো হয়ে থাকে।
নদীর উৎপত্তি
আমাজন নদীর উৎপত্তি ও আকার নিয়ে অনেক আগ থেকেই মতানৈক্য রয়েছে। বিষয়টি বেশ জটিল এবং এসব বিষয়ে তথ্যের বিভিন্ন উৎস রয়েছে। কেউ বলেন পেরুর আন্দিজ পর্বতমালাস্থ মিসমি পিক থেকে এটির উৎপত্তি হয়েছে আবার কেউ বা বলেন মারানন কিংবা উকায়ালি নদী থেকে।
উৎসের ব্যাপারে বিভিন্ন সূত্রের বিভিন্ন দাবি থেকে ধারণা করা হয় যে, নদীটির উৎপত্তি আসলে পেরু থেকেই হয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ পানি ধারণক্ষমতাসম্পন্ন নদী
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এ বিষয়ে আমাজন এবং আফ্রিকার নীলনদকে নিয়ে অনেক বিতর্কই হয়েছে। তবে আকৃতি এবং পানি ধারণক্ষমতার বিষয়ে আমাজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটি সন্দেহাতীতভাবেই বিশ্বের বৃহত্তম নদী যা বছরে প্রতি সেকেন্ড ২,০৯,০০০ কিউবিক মিটার পানি অবমুক্ত করে এবং মিলিত হয় আটলান্টিক মহাসাগরের সাথে। আর এর ফলে সাগরটির পঁচিশ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে লবণাক্ততা অনেকটাই হ্রাস পায়।
বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী
৬,৬৯৫ কিলোমিটার দীর্ঘ নীলনদ সবসময়ই বিশ্বের দীর্ঘতম নদীর তকমা পেয়ে থাকে। তবে আমাজন প্রায়ই এই দাবিকে চ্যালেঞ্জ জানায়। আমাজনের অনেক শাখা-প্রশাখা আছে যেগুলো দিয়ে অনেক সুপরিচিত নৌ-পর্যটকরা ভ্রমণ করে থাকেন। এদের অনেকেই আমাজানের আকার ও দৈর্ঘ্য পরিমাপ করে খুঁজে পেয়েছেন যে, আমাজন নীলনদের চেয়ে প্রশস্ততর ও গভীরতর। এর থেকে অনেক মতভেদের জন্ম হয়েছে এবং এই বিতর্ক হয়তো ভবিষ্যতেও চলবে।
বয়ে গেছে অনেকগুলো দেশের ওপর দিয়ে
আমাজন নদী প্রবাহিত হয়েছে কলম্বিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা ও পেরুর ওপর দিয়ে তবে ব্রাজিলের ওপর দিয়ে একটু বেশি। তবে আমাজন তীরবর্তী এলাকার বিভিন্ন পয়েন্টের তাজা পানির স্পর্শ পেয়েছে আরও বেশি দেশ। এর পাশাপাশি কলম্বিয়া, বলিভিয়া, পেরু, ইকুয়েডর ও ভেনিজুয়েলার বৃষ্টিপাত আমাজনের বেশির ভাগ তাজা পানির উৎস।
নদীটি একসময় বিপরীত দিকে প্রবাহিত হতো
বর্তমানে দাপুটে আমাজন নদী আটলান্টিক মহাসাগরের দিকে প্রবাহিত হয়। তবে অতীতে সবসময় যে এমনটি হতো তা কিন্তু নয়। বহু বছর আগে নদীটি প্রবাহিত হতো পশ্চিম দিকে। পরবর্তীতে ভূ-পৃষ্ঠ কাত হওয়ার ঘটনায় নদীটির গতিপথ পাল্টে যায় এবং এটি পূর্বদিকে প্রবাহিত হওয়া শুরু করে।
রেকর্ডপত্র থেকে জানা যায় যে, এই পরিবর্তনের মূলে ছিলো নদী ভাঙন যার সাথে ছিলো বড়সড় কিছু ভৌগলিক পরিবর্তন।
- লেখক : সাংবাদিক ও ফিচার লেখক
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ