হেলাল আহমেদ, আই নিউজ
পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পদক পাচ্ছেন যারা
![২০২৪ সালে পদ্ম পুরস্কার পাচ্ছেন মোট ১৩২ জন। ২০২৪ সালে পদ্ম পুরস্কার পাচ্ছেন মোট ১৩২ জন।](https://www.eyenews.news/media/imgAll/2023May/পদ্মশ্রী-পুরস্কার-eyenews-2401271820.jpg)
২০২৪ সালে পদ্ম পুরস্কার পাচ্ছেন মোট ১৩২ জন।
পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি থেকে ভারতের এই সর্বোচ্চ সম্মানীত এই পুরস্কারের যাত্রা শুরু হয়। এরপর এ পুরস্কার পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পদক পেয়েছেন নানা জ্ঞানীগুণী জন। এই তিন ক্যাটাগরি পুরস্কারকে একত্রে বলা হয় পদ্ম পুরস্কার। এবছর পদ্ম পুরস্কার পাচ্ছেন মোট ১৩২ জন। যাদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও।
পদ্মশ্রী পদক ২০২৪ এ এবছর ভূষিত হচ্ছেন বাংলাদেশি রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি ছাড়াও পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ এবছর পদক লাভ করবেন আরও ১৩১ জন। তাদের মধ্যে এবছর ‘পদ্মবিভূষণ’ পেয়েছেন ৫ জন, ১৭ জন পেয়েছেন ‘পদ্মভূষণ’, এবং ১১০ জন পেয়েছেন ‘পদ্মশ্রী’।
পুরস্কার জেতা বিশিষ্টজনদের মধ্যে ৩০ জন নারী। তাদের মধ্যে ৮ জনকে দেওয়া হয়েছে বিদেশি, মরণোত্তরসহ তিন শ্রেণীতে। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারত সরকার এই ঘোষণা দিয়েছে।
যেভাবে দেওয়া হয় পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কার
শিল্প, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, জনসেবা, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক পরিষেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।
‘পদ্মবিভূষণ’ ব্যতিক্রমী এবং বিশেষ সেবার জন্য দেওয়া হয়। উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য দেওয় হয় ‘পদ্মভূষণ’। যে কোনো ক্ষেত্রে বিশেষ সেবার জন্য দেওয়া হয় ‘পদ্মশ্রী’।
ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।
পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ জেতা বাংলাদেশিরা
এবছর রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তবে, এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশি বিশিষ্টজন ভারত সরকারের সর্বোচ্চ এই সম্মাননা পদক পেয়েছেন। ২০১৪ সালে সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানকে পদ্মভূষণ এবং তার আগের বছর সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে ভারত সরকার।
২০২০ সালে সাবেক কূটনীতিক মোয়াজ্জেম আলীর সঙ্গে ‘পদ্মশ্রী’ পান বাংলাদেশি প্রত্নতত্ত্ববিদ এনামুল হক। ২০২১ সালে ‘পদ্মশ্রী’ খেতাব পান রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক সনজীদা খাতুন এবং বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।
আই নিউজ/এইচএ
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!