মো. রওশান উজ্জামান রনি
পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার । 10 Amazing Borders of the World
10 amazing borders | ছবি লিখক
পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার নিয়ে এমন কিছু দেশ রয়েছে যে দেশের বর্ডার বেশ কয়েকটি দেশের সাথে সংযুক্ত। আপনি জানলে অবাক হবেন পুরো পৃথিবীতে এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এর মধ্যে কিছু বর্ডার রয়েছে যেগুলোর অনেক বিপজ্জনক। আবার এমন কিছু বডার রয়েছে যেগুলো দেখার পর আপনি আপনার হাসি থামাতে পারবেন না।
আজকে এই আর্টিকেলে আমরা জানতে চলেছি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার সম্পর্কে। এই বর্ডারগুলো দেখার পর আপনার মন চাইবে যে নিজের চোখে এই বর্ডার গুলোকে দেখে আসি।
দশ নম্বর অবস্থানে রয়েছে স্পেন - মরক্কো বর্ডার- পৃথিবীর সব থেকে অদ্ভুত দশটি বর্ডার লিস্টে স্পেন এবং মরক্কোর বর্ডার অন্যতম স্থানে রয়েছে। স্পেনে একটি ছোট শহর রয়েছে। যে শহরের নাম হচ্ছে সিওটা। এই শহরটি রয়েছে উত্তর আফ্রিকার পূর্ব দিকে। এই শহরটি পুরোপুরি ঘিরে আছে মরক্কো। স্পেনের এই জায়গাটি চারিদিকে রয়েছে মরক্কো, যার কারণে এই জায়গাটিকে মরক্কো নিজের বলে দাবি করে থাকে। স্পেন দেশটিতে এই জায়গার উপরে ১০ ফিট উঁচু একটি কাঁটার বেড়া দিয়ে রেখেছে। তার পরও এ বাউন্ডারি পার হয়ে মরক্কো থেকে অনেক মানুষ স্পেনে চলে আসে। তা ছাড়া অনেক মানুষ রয়েছে যারা এই বর্ডার পার হতে গিয়ে তাদের জীবন পর্যন্ত হারিয়েছে। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতন। যেটি আফ্রিকার দেশ এবং ইউরোপের দেশের মাঝখানে রয়েছে।
নয় নম্বর অবস্থানে রয়েছে Baarle Nassau - Baarle Hertog - পৃথিবীর সবথেকে অদ্ভুত বর্ডারের লিস্টের এটি অন্যতম স্থানে রয়েছে। এই বর্ডারটিকে দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, কারণ বর্ডারের এক পাশে রয়েছে নেদারল্যান্ড এবং বর্ডারের আরেক পাশে রয়েছে বেলজিয়াম। এই বোর্ডটি রাস্তার মাঝখান দিয়ে গিয়েছে। রাস্তার মাঝখানে এই দাগকে দেখে আপনি বুঝতে পারবেন না যে এটি নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের ইন্টারন্যাশনাল বর্ডার। এটি এতটাই অদ্ভুত একটি বর্ডার যে একটি বাড়ির অর্ধেক রয়েছে বেলজিয়ামে এবং অর্ধেক রয়েছে নেদারল্যান্ডে। এছাড়াও এই রেস্টুরেন্টে হচ্ছে অর্ধেক নেদারল্যান্ডে এবং অর্ধেক বেলজিয়ামে। আপনি এই রেস্টুরেন্টে কফি খেতে গিয়ে মানুষকে বলতে পারবেন যে আমি অর্ধেক কফি নেদারল্যান্ডে খেয়েছি এবং বাকি অর্ধেক কফি বেলজিয়ামের খেয়েছি কিন্তু তারপরও কফিটি গরম ছিল। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতন।
আট নম্বর অবস্থানে রয়েছে Bir Tawil আফ্রিকা - পৃথিবীর সব থেকে অদ্ভুত বর্ডার এর লিস্টে আফ্রিকার Bir Tawil অন্যতম স্থানে রয়েছে। এটি ২০৬০ স্কোয়ার ফিটের উপরে একটি এলাকা। এটি এমন একটি জায়গা যেটি কোনও দেশের মধ্যে পড়ে না। পৃথিবীর কোনো দেশেই এই জায়গাকে তাদের মধ্যে নেয়নি৷ মানে এই জায়গাতে গিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই ছোট এরিয়া তে গিয়ে আপনি নিজের দেশ তৈরি করতে পারবেন এবং আপনি হবেন সে দেশের রাজা। এই জায়গার উপরে আপনি যা ইচ্ছে করবেন কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না৷ আমাদের মতো সাধারণ মানুষ ঠিক একই কাজ করেছে। একজন আমেরিকান নাগরিক এই জায়গাতে গিয়েছিল এবং তার নিজের পতাকা টাঙিয়ে দিয়েছিল এবং সেই ব্যক্তি দাবি করেছিল যে এটি তার দেশ। এই ব্যক্তি সবার সামনে বলেছিল যে সে হচ্ছে এই দেশের রাজা আর তার মেয়ে হচ্ছে সে দেশের রাজকুমারী। এছাড়া যারা গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যাবেন ভাবছেন তারা কিন্তু এই জায়গাতে যেতে পারেন।
সাত নম্বর অবস্থানে রয়েছে মাউন্ট এভারেস্ট - জানেন না মাউন্ট এভারেস্ট হচ্ছে একটি বর্ডার। মাউন্ট এভারেস্ট শুধুমাত্র পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়ি নয়, এটি পৃথিবীর সবথেকে উঁচু বর্ডার। নেপাল এবং চায়নার বর্ডার এই মাউন্ট এভারেস্টের মাঝখান দিয়ে গিয়েছে। চায়না এবং নেপালের মধ্যে প্রায়শই ঝগড়া লাগে এই মাউন্ট এভারেস্টকে নিয়ে। পরবর্তীতে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চায়না এবং নেপাল দুই দেশের প্রপার্টি হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতন একটি স্থান।
ছয় নম্বর অবস্থানে রয়েছে ডার্বি লাইন ভারমন্ট - পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল Bir বর্ডারের মধ্যে অন্যতম স্থানে রয়েছে এই ডার্বি লাইন। আমেরিকা এবং কানাডার মধ্যে এটি এমন একটি বর্ডার যেটি দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। আপনি বলবেন এটাও একটি বর্ডার হতে পারে। এই ইন্টারন্যাশনাল বর্ডারটি আমেরিকা এবং কানাডার মাঝখান দিয়ে গিয়েছে। এ শহরের মানুষ অদ্ভুত ভাবে জীবন যাপন করে থাকে। যেমন ধরুন এই শহরের মানুষের বাড়ির মাঝখান দিয়ে এই বর্ডার গিয়েছে। যার ফলে এই শহরের মানুষ রান্না করে আমেরিকা এবং খাবার খায় কানাডায়। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতন স্থান। এই শহরে একটি থিয়েটার রয়েছে যে থিয়েটারে বর্ডারের মাঝখানে রয়েছে। যদি এই থিয়েটারের শোতে আপনি পারফরম্যান্স করে থাকেন তাহলে আপনি কেন তাতে রয়েছেন। আপনি যদি এই থিয়েটারে বসে থাকে এই শোটি দেখেন তাহলে আপনি আমেরিকাতে রয়েছেন। মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংয়ের পোস্ট অফিসে দুটি আলাদা অ্যাড্রেস রয়েছে। একটি অ্যাড্রেস রয়েছে আমেরিকার এবং আরেকটি অ্যাড্রেস রয়েছে কানাডার। বুঝতে পারলেন এটি কত অদ্ভুত একটি বর্ডার।
পাঁচ নম্বরে রয়েছে কোরিয়ান ডিমিলিটারাইজড জোন- এটি এমন একটি বর্ডার যেটি নর্থকোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে রয়েছে। এটি এমন একটি জায়গা যেটি ২৬০ কিলোমিটার লম্বা। পৃথিবীর যত বিপজ্জনক বর্ডার রয়েছে তার মধ্যে একটি বড় হচ্ছে এটি। তাছাড়া এটি পৃথিবীর একমাত্র বর্ডার যে বর্ডারে পৃথিবীর সব থেকে বেশি মিলিটারিরা থাকে। আজ পর্যন্ত কোন সাধারণ মানুষ এই মিলিটারি জোনে যায়নি। সাধারণ মানুষকে দেখলেই মিলিটারিরা গুলি করে দেয়, মানে বুঝতে পারছেন রীতিমতো বিপজ্জনক বর্ডার। এটি কোনও সাধারণ বর্ডার নয়। কারণ এখনও পর্যন্ত নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া যুদ্ধের মধ্যে রয়েছে। এই দুই দেশ একে অপরকে কোনওভাবে দেখতে পারে না। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে গুরুত্বপূর্ণ।
চার নম্বর অবস্থানে রয়েছে টু ম্যান রিভার - পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে টু ম্যান রিভার অন্যতম স্থানে রয়েছে। এই নদীটি রয়েছে উত্তর পূর্ব এশিয়াতে। তা ছাড়া এই নদীর সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন। এই নদীর উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে আপনি চলতে থাকেন তাহলে আপনি উত্তর কোরিয়া থেকে চলা শুরু করবেন এবং আটশ মিটার যেতে আপনি চলে যাবেন চায়নাতে এবং আপনি যদি বৃষ্টি পার করেন তাহলে আপনি চলে যাবেন রাশিয়াতে। যেহেতু নর্থ কোরিয়া চায়না এবং রাশিয়া তিনটি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের মধ্যে একটি তাই কোন সাধারণ মানুষ এই বর্ডার পার হওয়ার চেস্টা করেনি। একটি ব্রিজে ৩টি দেশের বর্ডার রয়েছে। আর এই নদীটিকে বলা হয় পৃথিবীর মধ্যে কমপ্লেক্স একটি নদী। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতন ভয়ানক স্থান।
তিন নম্বর অবস্থানে রয়েছে দ্যা ডায়মেডিস- পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডার লিস্টে এই বর্ডারটি অন্যতম স্থানে রয়েছে। এই বর্ডারটি দুটি আইল্যান্ডের মাঝখান দিয়ে গিয়েছে এবং এখানে বড় বড় দুটি আইল্যান্ড রয়েছে। বড় আইল্যান্ডকে বলা হয় বিগ ডায়মেন্ড যেটি রাশিয়ার অংশ। ছোট আইল্যান্ড কে বলা হয় লিটল ডায়মেন্ড। রাশিয়া এবং আমেরিকার মধ্যে এটি একটি অদ্ভুত বর্ডার। এই দুটি আইল্যান্ড এর মধ্যে ছোট আইল্যান্ড এটি আমেরিকার মধ্যে রয়েছে। সেই আইল্যান্ড মোটামুটি দুইশ জন মানুষ বসবাস করে। এবং রাশিয়ার কাছে যে বড় আইল্যান্ড রয়েছে সেই বড় আইলেনটিতে কোনও মানুষ বসবাস করে না। এই দুটি আইল্যান্ডের মাঝখানে চার কিলোমিটারের মতো ফাঁকা জায়গা রয়েছে। দুইটি আইল্যান্ডের মাঝখানে মাত্র চার কিলোমিটার গ্যাপ হওয়ার পরেও দুটি আইল্যান্ডে আলাদা আলাদা টাইম জোন চলে। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতম। কারণ আপনি যদি আমেরিকার আইল্যান্ডে থাকেন এবং সেখানে যদি সকাল নয়টা বাজে তাহলে চার কিলোমিটার দূরের রাশিয়ার আইলেন্ড রয়েছে সেখানে গেলে টাইম পরিবর্তন হয়ে ভোর ছয় টা হয়ে যাবে। বুঝতে পারছেন এটি কতটা অদ্ভুত একটি বর্ডার। আরো ভালো মতো বুঝিয়ে বললে আপনি যদি টেলিস্কোপের মাধ্যমে ছোট আইল্যান্ড থেকে বড়োল্যান্ডে দেখেন, তাহলে শনি বারে আপনি টেলিস্কোপ দিয়ে দেখলে উই পাশের আইল্যান্ডে টাইম হবে রবিবার। মানে রীতিমত আপনি ফিচার দেখতে পাবেন।
দুই নম্বর অবস্থানে রয়েছে দা ফোর কর্নার মনুমেন্ট- যদিও এটি একটি ইন্টারন্যাশনাল বর্ডার নয় তারপরও এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত একটি বোর্ডআ। এই অদ্ভুত বর্ডারটি রয়েছে ইউনাইটেড স্টেটস অফ অ্যামেরিকাতে। এটি আমেরিকার এমন একটি জায়গা যেখানে চারটি রাজ্যে এসে মিলিত হয়েছে। এই মনুমেন্টের উপর দাঁড়িয়ে আপনি এক লাফে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবেন। যেহেতু চারটি রাজ্যে এসে এখানে মিলিত হয়েছে তাই এখানে কোনো পানির ব্যবস্থা নেই। তার পাশাপাশি কোনও কমিউনিকেশনেরও ব্যবস্থা নেই। যার কারণে আপনি যদি এখানে যেতে চান তাহলে আপনাকে পুরো প্রস্তুতি নিয়ে যেতে হবে। তবে এটি এমন একটি জায়গা যেখানে অনেক ট্যুরিস্ট ভিড় করে।
এক নম্বরে রয়েছে দ্যা ইন্দো পাক বর্ডার- ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার কে পৃথিবীর অন্যতম সেরা বর্ডার বলা হয়৷ তা ছাড়া ইন্ডিয়া,পাকিস্তানের বর্ডার এমন একটি বর্ডার যেটি স্পেস থেকেও আপনি দেখতে পাবেন। মজার ব্যাপারটি হচ্ছে, ভারত সরকার এই বছরে এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ফ্লাড লাইট লাগিয়েছে। যার কারণে রাত্রে যখন এই লাইটগুলো জ্বলে তখন স্পেস থেকে আপনি এই বর্ডার দেখতে পাবেন। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক বর্ডার বলা হয়। কারণ এই বর্ডার এমন সব জায়গায় মধ্য দিয়ে গিয়েছে যেখানকার টেম্পারেচার -১৬ডিগ্রি আবার এবং মরুভূমি এলাকার মধ্যে দিয়ে গিয়েছে, যেখানে টেম্পারেচার ৫০ ডিগ্রির উপরে থাকে। এটি পৃথিবীর আশ্চর্যজনক ১০ বর্ডার এর মধ্যে অন্যতন একটি বর্ডার।
আই নিউজ/আর
আরও পড়ুন
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ