জিএম ইমরান হোসেন
আপডেট: ১৭:৩০, ২২ মার্চ ২০২৪
কে এই রূপকথার রাজকন্যা ভিক্টোরিয়া
ক্রাউন প্রিন্সেস অব সুইডেন ভিক্টোরিয়া । ছবি: সংগৃহীত
রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) সুন্দরবন অধ্যুষিত ও লবণপানি বেষ্টিত কয়রা উপজেলায় পা রাখতে যাচ্ছেন ক্রাউন প্রিন্সেস অব সুইডেন, ডাচেচ অব ভাস্টারগোটল্যান্ড ভিক্টোরিয়া।
রাজকন্যা ভিক্টোরিয়ার প্রথম বয়ফ্রেন্ডের নাম ড্যানিয়েল কোলার্ট। তারা একই বৃত্তের দুটি ফুল ছিলো। একই পরিবেশে বেড়ে ওঠা, একই স্কুলে পড়া, সবকিছুই ছিলো তাদের একসাথে। রাজকন্যা উচ্চ শিক্ষার জন্য যখন আমেরিকায় পা দেন।
সুইডিশ এ রাজকন্যার আগমনকে পুরো ঘিরে কয়রা উপজেলা জুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তার পরিদর্শনের জায়গাগুলোতে ব্যাপকভাবে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সব ধরনের বাহিনীর সহযোগিতায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হটাৎ এমন পরিবেশ দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে কে এই রূপকথার রাজকন্যা? যার জন্য নিশ্চুপ কয়রা উপজেলায় সাজসাজ রব পড়েছে।
কে এই রূপকথার রাজকন্যা ভিক্টোরিয়া
রাজকন্যা ভিক্টোরিয়া ১৯৭৭ সালের ১৪ জুলাই সুইডেনের সোলনা শহরের কারোলিন্সকা হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চার্লস গুস্তাফ এবং মাতার নাম রাণী সিলভিয়া। তিনি ২০১০ সালে ড্যানিয়েল ওয়েস্টলিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পূর্বে ড্যানিয়েল ভিক্টোরিয়ার ব্যক্তিগত ট্রেইনার ছিলেন। সেন্ট্রাল স্টোকহোমে যার ব্যালেন্স ট্রেইনিং নামে তিনটি জিম সেন্টার ছিলো।
ভিক্টোরিয়ার শিক্ষাজীবন
বহুমুখী প্রতিভার অধিকারী ভিক্টোরিয়া ফ্রান্সের ক্যাথোলিক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি, নিউ হ্যাভেন ইউনিভার্সিটি, কানেটিকাট ইউনিভার্সিটি, সুইডেনের উপপশালা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ১৯৯৯ সালে তিনি ওয়াশিংটন ডিসিস্থ সুইডিশ এ্যাম্বাসিতে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। ব্যবসায় শিক্ষা, কৃষি, বনবিদ্যা সহ বিভিন্ন বিষয়ের উপর উচ্চ শিক্ষা নেওয়া ভিক্টোরিয়া সেনাবাহিনীর মৌলিক ট্রেনিংও সম্পন্ন করেছেন। ২০২৩ সালের অক্টোবরে সুইডিশ এ রাজকন্যাকে ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়।
রাজকন্যার ব্যক্তিগত জীবন
রাজকন্যা ভিক্টোরিয়ার প্রথম বয়ফ্রেন্ডের নাম ড্যানিয়েল কোলার্ট। তারা একই বৃত্তের দুটি ফুল ছিলো। একই পরিবেশে বেড়ে ওঠা, একই স্কুলে পড়া, সবকিছুই ছিলো তাদের একসাথে। রাজকন্যা উচ্চ শিক্ষার জন্য যখন আমেরিকায় পা দেন। তখন কোলার্টও তার সাথে পাড়ি জমিয়ে নিউইয়র্কে স্থায়ী হন। কিন্তু দুভাগর্্য, ২০০১ সালে তাদের সম্পর্কের চিড় ধরে।
এরপর তাঁর ব্যক্তিগত ট্রেইনার ড্যানিয়েল ওয়েস্টলিংয়ের সাথে প্রেমের গুঞ্জন ওঠে। স্টোকহোমের ক্যাথেতে যার পরিণয় হয় ২০১০ সালের ১৯জুনে। মজার বিষয় দিনটিতে ছিলো রাজকন্যার বাবা-মায়ের ৩৪তম বিবাহবার্ষিকী। ভিক্টোরিয়া-ড্যানিয়েল যুগলের দুই সন্তান রয়েছে। যাদের একজন হলেন প্রিন্সেস ইসটেল্লে সিলভিয়া এবং অন্যজন প্রিন্স অস্কার কার্ল ওল্ফ।
রাজকন্যার সুইডেন থেকে কয়রায় গমনের কারণ
তিনি ১৯ মার্চ (মঙ্গলবার) হেলিকপ্টারযোগে খুলনার কয়রা উপজেলায় পদার্পন করবেন। এ সময় কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি যজ্ঞ মন্দিরের মাঠে স্থাপিত রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। এ ছাড়া মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কয়রা উপজেলা পোস্ট অফিস ও কয়রা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের ডিজিটাল সেবা গ্রহীতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।
এছাড়া, ইউএনডিপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপি’র এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির বলেন, গত কয়েক দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশের তকমা মুছতে পেরেছে বাংলাদেশ। অতি দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার সুসংহতকরণ; এর সঙ্গে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ঝুঁকির ব্যবস্থাপনা, অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন-এর মতো খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে দেখেছি আমরা। সুইডিশ রাজকন্যার এ সফর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার গল্প সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং স্থিতিস্থাপক ও অন্তর্ভুক্তিমূলক আগামীর জন্য আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারিত্ব জোরদার করার একটি অনন্য সুযোগ।
জিএম ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ৬০ নং গিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা, খুলনা।
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ