সাইফুর রহমান তুহিন
ভারতের বিখ্যাত যেসব বাজারে অবশ্যই যাবেন
চৌরঙ্গী লেন শহরের বিখ্যাত রাস্তাগুলোর একটি।
আপনি যদি ভারতের সমৃদ্ধ ইতিহাসকে খুঁজে বের করতে চান তাহলে খুবই ভালো হবে যদি আপনি সেদেশের সবচেয়ে পুরনো বাজারগুলো ভালোভাবে ঘুরে দেখেন। যদিও এর কোনো কোনোটি অনলাইন শপিংকেই পছন্দ করে থাকে তারপরও এসব বাজারে কেনাকাটা করতে যাওয়া একেবারই অন্যরকম এক অভিজ্ঞতা।
তাই আপনি যদি একই সাথে বাজার করতে এবং জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভারতের সবচেয়ে পুরনো বাজারগুলোর একটি তালিকা দেওয়া হলো যেগুলো এখনো যথেষ্ট ব্যস্ত ও প্রাণচঞ্চল এবং আপনাকে অনেকদিন মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে প্রস্তুত :
ইমা কেইথেল, মনিপুর
এই বাজারটির জনপ্রিয় নাম হলো ‘দ্য মাদার’স মার্কেট’ অথবা মায়ের বাজার। এটি পরিচালিত হয় শুধু নারীদের দ্বারা।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে, আনুমানিক ৫,০০০ নারী এখানে দোকান সাজিয়ে বসেন এবং বিচিত্র সব দ্রব্যাদি বিক্রি করেন।
এক রিপোর্ট থেকে জানা যায় যে, ইমা কেইথেল প্রতিষ্ঠিত হয়েছিলো ষোড়শ শতাব্দীতে এবং শুধু বিবাহিতা মহিলারা এখানে ব্যবসা পরিচালনা করে থাকেন। পুরোপুরি নারীদের দ্বারা পরিচালিত বিশ্বের একমাত্র বাজার এটি। আসলেই দেখার মতো এক জায়গা বাজারটি।
চাঁদনী চক, নতুন দিল্লি
সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট জাহাঙ্গীর ও তার মেয়ে জাহানারা এই বাজারটি প্রতিষ্ঠা করেন। চাঁদনী চক এমন একটি বাজার যেখানে পাওয়া যায় প্রায় সবকিছুই যেমন- পারফিউম, জুয়েলারি, ইলেকট্রনিক্স সামগ্রী, ঐতিহ্যবাহী কাপড়, মসলা, চামড়াজাত দ্রব্যাদি, অনেক পুরনো ধাতব দ্রব্যাদি, স্যুভেনির এবং আরও অনেক কিছু।
চাঁদনী চক মার্কেট হলো এশিয়ার সর্ববৃহৎ পাইকারি মসলা বাজার খারি বাওলির প্রাণকেন্দ্র।
চৌরঙ্গী লেন, কলকাতা
কলকাতার প্রধান রাস্তাগুলোর একটি হলো চৌরঙ্গী লেন এবং এটি শহরের বিখ্যাত রাস্তাগুলোর একটি। যদিও সুসজ্জিত অনেক ভবন রাস্তাটির সৌন্দর্য বাড়িয়েছে তারপরও এটির বিশেষ দিক হলো এর সংলগ্ন প্রাচীন বাজারটি যা একই নামে পরিচিত। এই বাজার শুধু কলকাতার সবচেয়ে জনপ্রিয় বাজারগুলোর একটিই নয়, এর পাশাপাশি পর্যটক এবং স্থানীয়দের সেরা শপিং গন্তব্যগুলোর একটি।
জোহারি বাজার, জয়পুর
ভারতের সেরা বাজারগুলোর একটি হিসেবে পরিচিত জোহারি বাজার হাওয়া মহলের কাছেই অবস্থিত এবং নিশ্চিতভাবেই অনেক আকর্ষণীয়। বৈচিত্র্যপূর্ণ অলংকারাদির জন্য বাজারটির ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়াও এখানে পাবেন বিভিন্ন দামের মূল্যবান পাথরসমূহ। সময়টা দারুণ কাটবে জোহারি বাজারে।
পাশাপাশি বাজারটি মীনাকারি, কুন্দান ও পলকির মতো ঐতিহ্যবাহী গহনাসমূহ কেনার জন্য সেরা জায়গাগুলোর একটি। এমনকি কেউ পেয়ে যেতে পারেন কারুশিল্পীর জটিল নকশা করা অলংকার যার নকশা করা সে হয়তো শিখেছিলো তার বাবা অথবা দাদার কাছ থেকে।
জিউ স্ট্রিট, কোচি
এটি এমন একটি বাজার যেখানে বিক্রি হয় প্রাচীন ক্রোকারিজ, পিতল ও ব্রোঞ্জের তৈরি মূর্তি, কাঠের আসবাবপত্র, অলংকার এবং বিশেষ কিছু জিনিস। এগুলো এই জায়গা ছাড়া অন্য কোথাও সহজে পাওয়া যাবে না। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে, জিউ স্ট্রিটের অধিকাংশ দোকানদার এসেছেন ইহুদি পরিবার থেকে যারা অনেক আগে থেকেই এখানে বসবাস করতেন। এটি শুধু ভারতের প্রাচীনতম বাজারগুলোর একটিই নয়, এর পাশাপাশি এটি এমন এক জায়গা যেখানে আপনি প্রাচীন দ্রব্যসামগ্রী পাবেন।
মীনা বাজার, দিল্লি
মীনা বাজার ভারতের প্রাচীনতম বাজারগুলোর একটি এবং এটির ঐতিহাসিক গুরুত্বও আছে। জায়গাটির ইতিহাস খুঁজলে দেখা যাবে যে, এটির শিকড় সপ্তদশ শতাব্দীতে মুঘল যুগে। বাজারটি ছিলো ভারতের প্রথম কভারে ঢাকা (উপর থেকে) বাজার এবং এটি স্থাপন করেছিলেন মুঘল সম্রাট শাহ। দিল্লি জামে মসজিদের পূর্ব প্রান্তে অবস্থিত বাজারটিতে
গেলে কিনতে পারবেন দারুণ কিছু জিনিস।
আত্তার বাজার, কানৌজ
কানৌজের জনপ্রিয় নাম ‘দ্য পারফিউম সিটি’। বাজারে বিক্রির জন্য রাখা জিনিসের দিকে তাকালে এমন নামকরণকে
স্বাভাবিকই মনে হবে। যারা সুগন্ধি দ্রব্যাদির প্রতি আকর্ষণ অনুভব করেন এবং এগুলো সংগ্রহ করতে আগ্রহী তাদের জন্য সেরা জায়গাগুলোর একটি হলো আত্তার বাজার। এই বাজারটিতে রয়েছে এমন কিছু পুরনো আতরের দোকান
যারা প্রাচীন ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় আতর তৈরির জন্য সুপরিচিত। আর এ কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আতর ব্যবসায়ীরা এখানে আসেন এবং আতরজাতীয় দ্রব্যাদি কিনে নিয়ে যান।
জাভেরি বাজার, মুম্বাই
এই প্রাচীন বাজারে রয়েছে সাত হাজারের মতো দোকান। বেশির ভাগ দোকানই দুইশত বছরের বেশি পুরনো। সোনা কেনার জন্য এটি একটি উপযুক্ত জায়গা এবং সেরা অনেক ডিজাইনই মিলবে জাভেরি বাজারে। লেনদেনের পরিমাণ বিচারে এই বাজারটি ভারতের সর্ববৃহৎ ও প্রাচীনতম সোনার বাজারগুলোর একটি। সবধরনের অলংকারই মিলবে এখানে। এই বাজারের প্রধান দিকটি হলো পুরনো ধাঁচের অনুপম সৌন্দর্য এবং এটি তুলে ধরে একটি গ্রাম্য ভাবকে যা অন্য কোথাও পাওয়া যাবে না।
লেখক : সাইফুর রহমান তুহিন, সাংবাদিক ও ফিচার লেখক
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- বায়েজিদ বোস্তামি: মাতৃভক্তির এক অনন্য উদাহরণ