Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:১৫, ১৩ মে ২০২০

গর্ভবতী নারীর করোনা ঝুঁকি কতটুকু?

করোনায় গর্ভবতী নারীর ঝুঁকি বেশি নয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারিতে আক্রান্ত হলে সাধারণ নারীরা যত শতাংশ মারাত্মক জটিলতায় পড়তে পারেন, গর্ভবতী নারীদের ক্ষেত্রেও তা বলতে গেলে সমানই। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন হাসপাতালে গত ১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৭ জন সন্তানসম্ভবা নারী ভর্তি হন। তাদের মধ্যে মাত্র ১০ শতাংশের পরিস্থিতি মারাত্মক জটিল আকার ধারণ করে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের চিকিৎসা দিতে হয়। সমবয়সের সাধারণ নারীদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।

গবেষণায় দেখা গেছে, কভিড-১৯ আক্রান্ত ওইসব গর্ভবতী নারীর মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছেন। বলা হচ্ছে, যুক্তরাজ্যের পরিসংখ্যানে করোনায় মারা যাওয়া গর্ভবতী নারীর মধ্যে সম্ভবত তারাই প্রথম। তথ্য বিশ্নেষণে এ গবেষণায় আভাস মিলেছে, করোনা আক্রান্ত সাধারণ নারীর তুলনায় মা হতে চলা নারীর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি নয়। 

তবে সতর্কতার অংশ হিসেবে তাদের সাধারণত অধিক নাজুক রোগীর তালিকায় রাখা হয়। সাধারণ নারীদের তুলনায় গর্ভবতী নারীদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি- এমন ধারণার পক্ষেও এ গবেষণায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যুক্তরাজ্যের সাধারণ মানুষের তুলনায় করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সংখ্যালঘু নৃগোষ্ঠীর গর্ভবতী নারীর সংখ্যা চার গুণের বেশি। 

সূত্র: ডেইলি মেইল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়