Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

জুবেদ আহমেদ

প্রকাশিত: ২১:১৫, ১৪ মে ২০২০
আপডেট: ০১:০১, ১৫ মে ২০২০

এন-৯৫ মাস্কের উদ্ভাবনকাল আর নামকরণ

করোনা ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত যে জিনিসটি সবচেয়ে কার্যকরী এবং বহুল জনপ্রিয় হয়ে উঠেছে স্বাভাবিকভাবেই তার মধ্যে সবার আগেই মাস্কের কথা সকলেরই মনে আসবে।

আর যদি বলা হয়,কোন মাস্কটি সবচাইতে বেশি কার্যকর এবং জনপ্রিয়? তাহলে সেটার নাম প্রায় সকলেরই জানা এন-৯৫ মাস্ক।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু মাত্রই কয়েকমাস আগে।এন-৯৫ মাস্কের শুরুটা কবে?আর কি কারণেই বা এই মাস্কটির নাম এন-৯৫ হলো?

হ্যাঁ,এর মধ্যে প্রথম প্রশ্নের উত্তর হলো,এন-৯৫ মাস্কের শুরুটা ১৯৭২ সালের ২৫ মে 'থ্রি এম’নামক কোম্পানির হাত ধরে হলেও কার্যত ভাইরাস প্রতিরোধী এন-৯৫ মাস্ক উদ্ভাবন করেন টেনেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার সাই।তিনিই ১৯৯৫ সালে এন-৯৫ মাস্কের জন্য ভাইরাস প্রতিরোধী প্রযুক্তি উদ্ভাবন করেন।মূলত এরপর থেকেই এই মাস্কটি সংক্রামক রোগ প্রতিরোধে বহুলব্যবহৃত হয়ে আসছে। আর অধ্যাপক পিটার সাইকে তাই আধুনিক এন-৯৫ মাস্কের জনকও বলা হয়।

এন-৯৫ মাস্কের নামটিও এসেছে এর কার্যকারিতার উপর ভিত্তি করে।এই মাস্কটি কেবলই বস্তু কণা প্রতিরোধ করবে,কোনো তরল কিছু নয়।এটি বাতাসে ভাসমান ৯৫ শতাংশ কণাকে ছাঁকতে পারে। আর এজন্য এর নামকরণ করা হয়েছে 'এন-৯৫'।এর মধ্যে এন অক্ষরটি দ্বারা 'নট রেজিস্ট্যান্ট টু অয়েল' বোঝানো হয়েছে।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়