Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

প্রকাশিত: ২০:১৫, ৩ জুন ২০২০
আপডেট: ২১:৩৬, ৩ জুন ২০২০

করোনায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি নিয়ে আজ লাইভ আলোচনা

আই নিউজ লাইভ আড্ডায় আজ বুধবার (৩ জুন) রাত ৯ টায় অনুষ্ঠিত হবে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাতায়নের ৫ম পর্ব। এবারের বিষয়- 'করোনা নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি এবং প্রেক্ষাপট’।

অতিথি হিসেবে যুক্ত হবেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহসাচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান- ন্যাশনাল এডভাইজারী কমিটি অন কোভিড-১৯ এর সদস্য এবং
প্রাক্তন ডীন (বেসিক সাইন্স), বিএসএমএমইউ।

ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী- জাতীয় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটির সদস্য এবং
প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানটি যথারীতি সঞ্চালনায় করবেন মৌলভীবাজার বিএম-এর সভাপতি ডা. শাব্বির হোসেন খান।

এর আগে আই নিউজ লাইভ আড্ডায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাতায়নে দেশের বিশেষজ্ঞ চিকিৎসগণ ও পুষ্টিবিদেরা কথা বলেন। এরমধ্যে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (মেডিসিন) ডা. রোবেদ আমিন, পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন  ও ডায়াবেটিস বিশেষজ্ঞ) ডা. স্বপন কুমার সিংহ। তারা করোনাকালে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও পরামর্শ দেন।

এছাড়া করোনাজয়ী চিকিৎসকেরাও অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। এতে যুক্ত হন  মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক- শিশু বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ দেব, সহাকারী রেজিস্ট্রার আনোয়ারা টপি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. জোনায়েদ হোসেন।

এরইমধ্যে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এইচকে/ আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়