স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ১৪ জুন ২০২০
আপডেট: ১৫:১৪, ১৪ জুন ২০২০
আপডেট: ১৫:১৪, ১৪ জুন ২০২০
করোনাকালে রক্তদানের আগে ও পরে যা করবেন
করোনাভাইরাসের কারণে দেশের সকল হাসপাতালেই চাপ বেড়েছে। ভাইরাসটির সংক্রমণ ভয়ে অন্যান্য অসুখে আক্রান্ত রোগীরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। ফলে কমেছে রক্তদাতার সংখ্যাও।
রক্তের কোনো বিকল্প নেই বলে মহামারী চলাকালীনও রক্তদান করা একান্ত প্রয়োজনীয়। তাই রক্তদান থেকে বিরত থাকবেন না। তবে তার আগে আপনার এবং হাসপাতালের সমস্ত সুরক্ষা ও সতর্কতা নিশ্চিত করুন।
রক্তদান করার আগে সংক্রমিত হওয়ার কোনো লক্ষণ আছে কি না তা বুঝে নিন। কেননা যার সংক্রমিত হওয়ার কোনো লক্ষণ নেই বা সম্প্রতি অসুস্থ হননি এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি, তিনি নিরাপদে রক্ত দান করতে পারেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন করোনাকালীন সময়ে নিরাপদ উপায়ে রক্ত এবং প্লাজমা দানের গাইডলাইন প্রকাশ করেছে । সেগুলো হলো-
১। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে হাইজিন বজায় রাখুন। উদাহরণস্বরূপ, খোলাখুলি কাশি বা হাঁচি দেবেন না। মাস্ক পরে থাকুন।
২। হ্যান্ড স্যানিটাইজেশন যথাযথভাবে অনুসরণ করা উচিত। আপনার হাত সঠিকভাবে ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন।
৩। যেসব জিনিসে অনেকের স্পর্শ লাগে সেগুলো স্পর্শ করা এড়িয়ে চলতে হবে।
৪। হাসপাতালের ওয়েটিং রুমের চেয়ার এবং রক্ত সংগ্রহের জায়গা- সবক্ষেত্রে কমপক্ষে ছয় ফুট করে দূরত্ব রাখতে হবে।
৫। হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ই প্রবেশের আগে তাদের থার্মাল স্ক্রিনিং করা উচিত।
রক্তদানের আগে ও পরে করণীয়ঃ
১। হ্যান্ড স্যানিটাইজেশন সম্পর্কে খুব সতর্কতা অবলম্বন করুন। রক্ত দেয়ার আগে এবং পরে হাত ধুয়ে ফেলুন।
২। মাস্ক পরে থাকুন এবং আপনার মুখ বা আপনার মাস্কের বাইরের দিকে স্পর্শ করবেন না। মুখ স্পর্শ করার আগে আপনার হাত ধুয়ে ফেলুন এবং ভুল করে আপনার মাস্কের বাইরের দিকে স্পর্শ করে ফেললে হাত ধুয়ে নিন।
৩। দ্রুত বাড়ি ফিরে সবকিছু পরিবর্তন করুন এবং সমস্ত কাপড় ধুয়ে ফেলুন।
৪। গোসল শেষে গরম পানির ভাপ নিন।
৫। রাতে চা অথবা হলুদ দেওয়া দুধ পান করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন এটি করতে পারেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর
সর্বশেষ
জনপ্রিয়