স্বাস্থ্য ডেস্ক
করোনাকালে শ্বাসকষ্টের রোগীদের কিছু করণীয়
করোনাভাইরাস তাণ্ডবে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। তাই বর্তমান সময়টা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। করোনা সংক্রমণ রোধে আমাদের মানতে হচ্ছে অনেক বিধিনিষেধ। বদলে গেছে আমাদের জীবনযাপনের ধরণ।
এমন পরিস্থিতিতে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে আমাদের চিন্তা আরও দ্বিগুন বাড়িয়ে দেয়। কেননা করোনার সাধারণ লক্ষণ হিসেবে জ্বর, কাশি, শ্বাসকষ্ট সবার কাছে পরিচিত।
শ্বাসকষ্টের রোগীদের এমনিতেই মাঝেমধ্যে শ্বাসকষ্ট হয়। কারণ, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিক পর্যায়ে বোঝা কঠিন যে কী কারণে শ্বাসকষ্ট শুরু হলো, করোনার সংক্রমণ, নাকি শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ। কাজেই এ সময় শ্বাসকষ্টের রোগীদের কিছু বিষয়ে অবশ্যই সতর্ক ও সচেতন থাকতে হবে।
১. মহামারির সময় জ্বর, জ্বর ভাব, স্বাদহীনতা, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি কোনো উপসর্গই অবহেলা করবেন না। দ্রুত করোনার পরীক্ষা করে নিন।
২. শ্বাসকষ্টের রোগীদের দ্রুত রক্তের সিবিসি, ফেরিটিন, সিআরপি, বুকের এক্সরে বা সিটি স্ক্যানও করা উচিত। এতে ফুসফুসের অবস্থা বোঝা যাবে।
৩. চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুতেই কোনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। এতে পরবর্তীতে সমস্যা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।
৪. নিয়মিত ইনহেলার ব্যবহার করুন। তবে করোনার রোগীদের নেবুলাইজার ব্যবহার করা নিষেধ।
৫. অনেক হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনে অভ্যস্ত। শ্বাসকষ্ট সামান্য বাড়লেই তাঁরা স্টেরয়েড খেয়ে ফেলেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ সময় কিছুতেই এটি করবেন না।
৬. সিওপিডির অনেক রোগী বাড়িতে অক্সিজেন ব্যবহার করেন। তাঁদের ক্ষেত্রে লো ডোজ অক্সিজেন ব্যবহারের নিয়ম। শ্বাসকষ্ট হলে হঠাৎ হাই ডোজ অক্সিজেন দেওয়া যাবে না। এতে ক্ষতির আশঙ্কা বেশি।
৭. সিওপিডির প্রধান কারণ হচ্ছে ধূমপান। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান করা থেকে বিরত থাকুন।
৮. দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগীদের করোনা হলে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কারণ, তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা ঝুঁকিপূর্ণ।
আইনিউজ/এসডিপি
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর