Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:২৬, ৩ আগস্ট ২০২০

করোনার ‘জাদুকরি সমাধান’ না পাওয়ার শঙ্কা ডব্লিউএইচও’র

ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আশার আলো দেখা গেলেও কভিড-১৯ রোগ থেকে দ্রুত মুক্তি দিতে পারে এমন কোনো ‘জাদুকরি সমাধান’ কখনোই না পাওয়ার শঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।

জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গেব্রিয়াসুস সোমবার বলেন, ‘কয়েকটি ভ্যাকসিন চূড়ান্ত ধাপের ট্রায়ালে আছে, যা করোনা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো জাদুকরি সমাধান নেই-কখনোই হয়তো পাওয়া যাবে না।’

‘সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের সরকারের প্রতি আমাদের বার্তা পরিষ্কার: সবাই মিলে এগিয়ে আসুন।’

সংস্থার আরেক কর্মকর্তা রায়ান ভারত এবং ব্রাজিলকে সতর্ক করে বলেছেন, ‘তাদের আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে বিশ্বব্যাপী এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৬২২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১২৩ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৩ হাজার ৪১৪ জন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়