স্বাস্থ্য ডেস্ক
আপডেট: ১৪:২০, ১২ আগস্ট ২০২০
মাউথওয়াশে করোনায় ঝুঁকি কমে!
সম্প্রতি জার্মানির একদল গবেষকেরা দাবি করেছেন, গার্গল করার মাউথওয়াশ মাত্র ৩০ সেকেন্ড ব্যবহার করলে করোনাভাইরাসের ঝুঁকি কমে।
ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, মাউথওয়াশ সার্স-কভ-২ ভাইরাসকে ‘নিষ্ক্রয়’ করতে সক্ষম। এতে ভাইরাল লোড কমে যায়।
এই গবেষণার জন্য বিশেষজ্ঞরা জার্মানির বহুল পরিচিত আটটি কোম্পানির মাউথওয়াশ ব্যবহার করেন।
ল্যাবে তারা প্রতিটি মাউথওয়াশের সঙ্গে মুখের লালা মিশ্রিত ভাইরাসের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন। গার্গল করলে যে প্রভাব সৃষ্টি হয় সেভাবে ৩০ সেকেন্ড রাখা হয়।
প্রতিটি পরীক্ষায়ই ভাইরাল লোড কমার প্রমাণ পাওয়া গেছে।তিনটি মাউথওয়াশের ক্ষেত্রে ৩০ সেকেন্ড পর কোনো ভাইরাসই শনাক্ত করা যায়নি।
গবেষকেরা বলছেন, মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এটি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, মাউথওয়াশ করোনার ঝুঁকি কমাতে পারে মাত্র। এটি কোনো চিকিৎসা ব্যবস্থা নয়।
রুহর-ইউনিভার্সিটি বোচুমের অধ্যাপক এবং গবেষক দলের প্রধান টনি মিয়েস্টার বলছেন, ‘মাউথওয়াশ দিয়ে গার্গল করলে ভাইরাস দমন হবে না। কিন্তু কিছু সময়ের জন্য এটি ভাইরাল লোড কমিয়ে দেবে, যা থেকে সম্ভাব্য ইনফেকশন থেকে আপনি রক্ষা পেতে পারেন।’
মিয়েস্টার জানিয়েছেন, মাউথওয়াশের প্রভাব ঠিক কতক্ষণ থাকে সেটি জানতে তারা আরও গবেষণা করতে চান।
আইনিউজ/এসডিপি
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর