স্বাস্থ্য ডেস্ক
আপডেট: ১৬:৫১, ১৪ আগস্ট ২০২০
ইবুপ্রোফেন করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়ায় না: গবেষণা
ইবুপ্রোফেনের মতো ব্যথানাশক ওষুধ খেলে করোনা আক্রান্ত রোগী মৃত্যুঝুঁকি বাড়ে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা।
করোনা মহামারী শুরু হওয়ার পর ফ্রাঞ্চের স্বাস্থ্যমন্ত্রী এই ওষুধটির ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেন। কিন্তু আবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এখন বলছেন, ইব্রুপ্রোফেন নিয়ে এই শঙ্কা ভিত্তিহীন।
দ্য সান জানিয়েছে, ব্রিটেনের আটটি হাসপাতালের ১ হাজর ২২২ জন করোনা রোগীকে নিয়ে এই গবেষণাটি করা হয়। এদের মধ্যে ৫৪ জন আগের সমস্যার কারণ নিয়মিত নন-স্টেরয়েডাল প্রদাহজনক ওষুধ যেমন ইবুপ্রোফেন, নেপ্রোক্সেন এবং ডাইক্লোফেনাক ব্যবহার করেছেন।
এই রোগীদের মৃত্যুহার আর অন্য রোগীদের মৃত্যুহারে কোনো পার্থক্য দেখা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ নেয়াদের মধ্যে মৃত্যুহার বরং একটু কম দেখা গেছে। তবে তারা সংখ্যায় কম হওয়ায় এই হিসাব বিবেচ্য নয়।
এই রোগীদের মৃত্যুহার আর অন্য রোগীদের মৃত্যুহারে কোনো পার্থক্য দেখা যায়নি।
বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ নেয়াদের মধ্যে মৃত্যুহার বরং একটু কম দেখা গেছে। তবে তারা সংখ্যায় কম হওয়ায় এই হিসাব বিবেচ্য নয়।
আইনিউজ/এসডিপি
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর