Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ২১ আগস্ট ২০২০

মাত্র ১২ সপ্তাহে রক্তচাপ নিয়ন্ত্রণে আনে কমলার রস

বর্তমান সময়ে অনেকের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। সাধারণত নিত্যদিনের বেড়ে চলা দুঃশ্চিন্তা ও মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তবে হার্টের সমস্যা দেখা দিতে পারে- একথা মোটামুটি সবারই জানা। 

জানেন কি, উচ্চ রক্তচাপ কমানোর একটি সহজ উপায় আছে।  এটি বেশ সুস্বাদুও। ইয়োরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে, প্রতিদিন দুই গ্লাস কমলার রস খেলে মাত্র ১২ সপ্তাহের মধ্যেই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। ভীষণ সহজ এই পদ্ধতিতে দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

গবেষণা অনুযায়ী, কমলার রসে হেসপিরিডিন নামক ফ্ল্যাভনয়েড থাকে। এটি শরীরে অ্যান্টঅক্সিডেন্টের কাজ করে। এক লিটার কমলার রসে ৬৯০ মিলিগ্রাম হেসপেরিডিন থাকে। টানা ১২ সপ্তাহ প্রতিদিন এই রস পান করলে সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনা সম্ভব। হাইপারটেনশনের রোগীদের জন্যও কমলার রস ভীষণ উপকারী।

গবেষণায় দেখা গেছে, ১২ সপ্তাহ ধরে যারা কমলার রস পান করেছেন তাদের ব্লাড হিমোকিস্টাইন কোনো ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে এসেছে। ব্লাড হিমোকিস্টাইন হার্টের অসুখের জন্য দায়ী। নিয়মিতভাবে কমলার রস পান করলে ইউরিক অ্যাসিডও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আমেরিকায় মোট পূর্ণবয়স্ক মানুষের অর্ধেকই হাইপারটেনশনে আক্রান্ত। এই সংখ্যাটা ক্রমশ বেড়ে চলেছে আমাদের দেশে। তাই এত সাধারণ একটি পদ্ধতিতে হাইপারটেনশন এবং হাইব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে আনা যায়, এটি সত্যিই উল্লেখযোগ্য খবর। কোনো ওষুধ ছাড়া দিনে দুই গ্লাস কমলার রস খেয়েই সুস্থ থাকা সম্ভব।

নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কমলার রসে প্রচুর ভিটামিন সি থাকে। শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি এর চাহিদা মেটাবে এই রস।

শরীরে উপযুক্ত পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকলে আপনার রক্তচাপ ঠিক থাকবে। কমলার রস এই কাজটি দারুণভাবে করে থাকে। এতে প্রচুর মিনারেলও থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর সুস্থ রাখে। ফলে হাইপারটেনশন কম হয়। তাই হার্ট ভালো রাখতে কমলার রস পান করুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়