Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৮ আগস্ট ২০২০

শনিবার থেকে গণস্বাস্থ্যে আরটি-পিসিআর পরীক্ষা শুরু

শনিবার (২৯ আগস্ট) গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনাভাইরাসের (কভিড-১৯) রোগীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা কার্যক্রম শুরু হবে।  শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

সেখানে বলা হয়েছে, শনিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও ডা. বদরুল হক। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেডের সার্বিক সহায়তায় একটি অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করার কাজ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কেভিড-১৯ রোগীদের আরটি-পিসিআরের মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য কার্যক্রম শুরু হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়