স্বাস্থ্য ডেস্ক
আপডেট: ২০:৪১, ৩০ আগস্ট ২০২০
তামাক পাতা থেকে তৈরি ভ্যাকসিন প্রথম ধাপে সফল!
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধে তামাক পাতা থেকে বানানো ভ্যাকসিন প্রথম ধাপে সফল বলে দাবি করেছেন থাই গবেষকেরা। আলজাজিরা জানায়, তামাক পাতা থেকে বানানো থাই গবেষকদের এ ভ্যাকসিন বানরের ওপর প্রয়োগ হয়।
এ পরীক্ষা সফল বলে দাবি করেন থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির গবেষক ড. থিরাভাত হেমাচুদা। একই সঙ্গে তিনি থাই রেড ক্রস অ্যামেজিং ইফেক্টিয়াস ডিজিজ হেলথ সায়েন্স সেন্টারের প্রধান।
ডা. থিরাভাতকে উদ্ধৃত করে ব্যাংকক পোস্ট জানায়, তামাক পাতায় ভাইরাসের ডিএনএ মিশিয়ে ভ্যাকসিনটির গবেষণা শুরু হয়। ডিএনএ মেশানোয় তামাক পাতা আশানুরূপ সাড়া দেয় এবং এক সপ্তাহ পরে প্রোটিন উৎপাদন করে।
এই প্রোটিন থেকে বানানো হয় ভ্যাকসিন। প্রথম ধাপের পরীক্ষায় ইঁদুর ও বানরের দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে সফল হওয়ায় দ্বিতীয় ধাপে মানুষের ওপর পরীক্ষায় যাবেন গবেষকেরা।
ডা. থিরাভাত বলেন, বিশেষ তামাক পাতা থেকে বানানো হয়েছে এ ভ্যাকসিন, ফলে এটির উৎপাদন সহজ এবং কম খরচ পড়বে।
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে বর্তমানে এগিয়ে আছে রাশিয়া। সম্প্রতি তাদের বানানো ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে ভ্যাকসিন উৎপাদন করা শুরু করে দিয়েছে দেশটি। যদিও এ ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক মহল সন্দেহ প্রকাশ করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের তিনটি ভ্যাকসিন শেষ পর্যায়ে আছে।
আইনিউজ/এসডিপি
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর