Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ৩ সেপ্টেম্বর ২০২০

দাঁতের ব্যথায় ঘরোয়া প্রতিকার

 দাঁতের ব্যথায় কম-বেশি আমরা সবাই ভুগি। দাঁতে ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। যার এই ব্যথা হয় সেই বোঝে এর কষ্ট। এ থেকে কিছুটা উপশম পেতে কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন।

১. লবণ গরম পানি: দাঁত, মাড়ি, গলায় ব্যথা কমাতে খুব ভালো কাজ করে লবণ গরম পানি। এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন। এতে যে কোনও ইনফেকশন সেরে যাবে।

২. রসুন: এক কোয়া রসুন থেঁতো করে অল্প লবণের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। যন্ত্রণা কমে যাবে।

. লবঙ্গ: দুটো লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্টটা দাঁতে লাগান।

৪. লবণ ও গোলমরিচ: লবণ ও গোলমরিচ সমপরিমাণে মিশিয়ে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রাখুন। দাঁতে ব্যথা কমে গেলেও এটা কয়েক দিন করে গেলে আরাম পাবে

৫. পেঁয়াজ: পেঁয়াজের অ্যান্টিসেপটিক গুণ যে কোনো ক্ষত, ব্যথা সারাতে সাহায্য করে। দাঁতে ব্যথা হলে এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের উপর পেঁয়াজ রাখলেও আরাম পাবেন।

৬. আদা: এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবতে থাকুন। যদি চিবতে বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে যে রস এবং আদার পেস্ট তৈরি হবে সেটা ওই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিভ দিয়ে একটু চেপে রাখুন দাঁতের কাছে। কিছুক্ষণের মাঝেই ব্যথা চলে যাবে।

ঘরোয়া এই প্রতিকারগুলো আপনাকে কিছুটা সময়ের জন্য ব্যথা থেকে মুক্তি দেবে। বিশেষ করে যদি মাড়ি ফুলে যায় তবে বুঝতে হবে ইনফেকশন হয়েছে। দ্রুত দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করুন।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়