Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২০ সেপ্টেম্বর ২০২০

করোনায় ভেষজ ওষুধে ভরসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার!

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসসহ অন্যান্য মহামারি রোগের ক্ষেত্রে ভেষজ চিকিৎসা পদ্ধতি নিয়েও ভাবতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ব্যাপারে আফ্রিকান ভেষজ ওষুধগুলো ট্রায়ালের জন্য শনিবার একটি প্রটোকল অনুমোদন দিয়েছে সংস্থাটি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয় নি। রাশিয়া একটি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিলেও তাতে আস্থা নেই অনেকের।

এদিকে বর্তমান পরিস্থিতিতে ভেষজ ওষুধ বা ঘরোয়া টোটকাতেই ভরসা রেখেছেন অনেকেই। এবার সেই ভেষজ ওষুধে আস্থা রাখতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। মাদাগাস্কারের প্রেসিডেন্ট করোনা চিকিৎসায় কার্যকরী একটি পানীয়র ঘোষণা দেওয়ার কয়েক মাস পরই এমন সিদ্ধান্তের কথা জানালো ডব্লিউএইচও। 

গত মে মাসে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রেই রাজোয়েলিনা জানান, ডেইজি গোত্রের গাছ আর্টেমিসিয়া থেকে উৎপাদিত পানীয় করোনা সারাতে কার্যকরী। এ ব্যাপারে কোনো পরীক্ষা-নিরীক্ষা না হলেও এই গাছটি ম্যালেরিয়ার চিকিৎসায় কার্যকারিতার প্রমাণ রয়েছে।

অন্যদিকে করোনা চিকিৎসায় আরও কিছু ভেষজ ওষুধের নাম শোনা গেছে। ওষুধগুলো ঠিক কার্যকর কি-না সে জন্যই তৃতীয় ধাপের ট্রায়ালের প্রোটোকল তৈরি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আরও দুই সংস্থার গবেষকেরা।

এ কাজে ডব্লিউএইচও’র সহযোগী হিসেবে রয়েছে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন ফর সোশ্যাল অ্যাফেয়ার্স।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান অঞ্চলের পরিচালক প্রসপের তুমুসিমে বলেন, “যদি ঐতিহ্যগত ওষুধ নিরাপদ, কার্যকরী, মানসম্পন্ন বলে প্রমাণিত হয় তাহলে তা দ্রুত ও ব্যাপক উৎপাদনের জন্য সুপারিশ করবে ডব্লিউএইচও।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়