Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২০

করোনার বৈশ্বিক সংক্রমণ ৩ কোটি ২০ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) বৈশ্বিক সংক্রমণ ৩ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৮২ হাজার।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ ছাড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ৯ লাখ ৮২ হাজারের।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজারের বেশি। একই সময়ে মারা গেছেন ৬ হাজার ৩৩৩ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত প্রায় ৭১ রাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছেন প্রায় ২ লাখ ৬ হাজার ৬০০ জন। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজারের বেশি শনাক্ত আর ১১শ’র বেশি মৃত্যু হয়েছে।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা ভারতে দৈনিক সংক্রমণ ফের ৯০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। দেশটিতে গত ২০ ঘণ্টায় প্রায় ৮৯ হাজার ৭০০ শনাক্ত এবং ১১শ’র বেশি মৃত্যু হয়েছে। মোট সংক্রমণ ৫৭ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯১ হাজারের বেশি মানুষের।

মৃত্যুতে দ্বিতীয় আর শনাক্তে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শতাধিক মানুষ মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩২ হাজার। দেশটির মোট সংক্রমণ ৪৬ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজারের বেশি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়